নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে এবং হত্যার বিচারের দাবিতে রাজধানী রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ ও আংশিক অবরোধ কর্মসূচি পালন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং হত্যার দ্রুত বিচারসহ তাদের দাবিগুলো তুলে ধরেন।
আজ বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী শিহান এবং এআইইউবি শিক্ষার্থী সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়।
আন্দোলনকারীরা দাবি করেন, এই হত্যাকাণ্ড দুটি টার্গেট কিলিং এবং দেশে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। তাঁরা বলেন, ‘এখনো পর্যন্ত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাচ্ছি, দ্রুত বিচার না হলে আমরা কঠোর কর্মসূচি দেব। যদি খুনিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরো ঢাকা অবরোধ করা হবে।’
গত ১২ ডিসেম্বর সকালে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করা হয়। একই দিনে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে, গত ১২ ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে চার দফা দাবিতে কর্মসূচি পালন করেন। তাঁদের দাবিগুলোর মধ্যে ছিল—বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে একটি বিবৃতি দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিহানকে একটি ফিচার করতে হবে। পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচার শুরু করতে হবে। যতক্ষণ না আসামিরা গ্রেপ্তার হবে, ততক্ষণ পর্যন্ত ফেসবুক প্রোফাইলে শিহানের ছবি প্রকাশ করে মৌন প্রতিবাদ চালিয়ে যেতে হবে।
এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা সরকারের এবং প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, যাতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। তারা বারবার সতর্ক করে বলেন, যদি তাঁদের দাবি না মেনে নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে এবং হত্যার বিচারের দাবিতে রাজধানী রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ ও আংশিক অবরোধ কর্মসূচি পালন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং হত্যার দ্রুত বিচারসহ তাদের দাবিগুলো তুলে ধরেন।
আজ বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী শিহান এবং এআইইউবি শিক্ষার্থী সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়।
আন্দোলনকারীরা দাবি করেন, এই হত্যাকাণ্ড দুটি টার্গেট কিলিং এবং দেশে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। তাঁরা বলেন, ‘এখনো পর্যন্ত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাচ্ছি, দ্রুত বিচার না হলে আমরা কঠোর কর্মসূচি দেব। যদি খুনিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরো ঢাকা অবরোধ করা হবে।’
গত ১২ ডিসেম্বর সকালে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করা হয়। একই দিনে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে, গত ১২ ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে চার দফা দাবিতে কর্মসূচি পালন করেন। তাঁদের দাবিগুলোর মধ্যে ছিল—বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে একটি বিবৃতি দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিহানকে একটি ফিচার করতে হবে। পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচার শুরু করতে হবে। যতক্ষণ না আসামিরা গ্রেপ্তার হবে, ততক্ষণ পর্যন্ত ফেসবুক প্রোফাইলে শিহানের ছবি প্রকাশ করে মৌন প্রতিবাদ চালিয়ে যেতে হবে।
এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা সরকারের এবং প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, যাতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। তারা বারবার সতর্ক করে বলেন, যদি তাঁদের দাবি না মেনে নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
দেশের প্রথম পরমাণু নির্ভর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রাংশ স্থাপনের কাজ শেষ হয়েছে। প্রথম ইউনিটের চূড়ান্ত বিদ্যুৎ উৎপাদন শুরু করতে প্রকল্পের কর্মীরা পরীক্ষা কার্যক্রম শুরু করেছে
২ মিনিট আগেবগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। এ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই এসআইয়ের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাকিবুল হাসান নামের এক কলেজছাত্র
১৫ মিনিট আগেসুসজ্জিত মঞ্চ। মঞ্চে হাঁটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ। সবার পরনে সাদা পায়জামা, মাথায় টুপি। মঞ্চটির একটি কোণে সুসজ্জিত ডায়েস। ডায়েসের দু’ পাশে ইসলামিক স্টেট (আইএস) নামে একটি জঙ্গি সংগঠনের পোশাক সাদৃশ্য পরিধান করে দুই ব্যক্তি অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে দাঁড়িয়ে। প্রায় একই ধরনের সাদা পোশাক পরহিত আরেকজন ডায়
১৯ মিনিট আগেগুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) কর্তৃপক্ষ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে