শরীয়তপুর প্রতিনিধি
বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৮ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল আদায়। রোববার সন্ধ্যা ৭টা ১ মিনিটে হঠাৎ করে টোল প্লাজার বিদ্যুৎ চলে যায়। এ সময় সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে ৮ মিনিট পর সন্ধ্যা ৭টা ৯ মিনিটে পুনরায় বিদ্যুৎ ফিরে আসে টোল প্লাজায়।
রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা প্রান্তের টোল প্লাজায় দায়িত্বে থাকা সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হোসেন। তিনি জানান, সকাল থেকে নিয়মতান্ত্রিকভাবে যানবাহনের টোল আদায় করা হচ্ছিল। সন্ধ্যা ৭টা ১ মিনিটের দিকে কারিগরি সমস্যার কারণে বিদ্যুৎ চলে যায়। পরবর্তী সময়ে জেনারেটর সচল করে টোল প্লাজার বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়। এর পরপরই বিদ্যুৎ চলে আসে। এ সময় প্রায় ৮ মিনিট টোল আদায় বন্ধ ছিল।
সরেজমিন দেখা যায়, সন্ধ্যা ৭টা ১ মিনিটে বিদ্যুৎ চলে যায়। এ সময় কিছু সময়ের জন্য টোল প্লাজা এলাকায় অন্ধকার নেমে আসে। বন্ধ হয়ে যায় টোল আদায়। টোল প্লাজার ৬টি কাউন্টারের সামনে হাজার হাজার মোটরসাইকেল ও যাত্রী-পণ্যবাহী যানবাহন আটকে থাকতে দেখা যায়। অপেক্ষমাণ যাত্রী ও চালকেরা টোল প্লাজার সামনে অপেক্ষা করতে থাকেন। বিদ্যুৎ ফিরে এলে পুনরায় টোল আদায় শুরু করে কর্তৃপক্ষ।
টোল আদায় করা কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ৬ হাজার ৭৬২টি ও মাওয়া প্রান্ত দিয়ে ৮ হাজার ৪৩৮টি যানবাহন পারাপার হয়েছে। দুই প্রান্ত দিয়ে মোট ১৫ হাজার ২০০টি যানবাহন পারাপার করেছে। দুই প্রান্ত থেকে মোট ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এর মধ্যে জাজিরা প্রান্তে ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ ও মাওয়া প্রান্ত থেকে আদায় হয়েছে ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৮ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল আদায়। রোববার সন্ধ্যা ৭টা ১ মিনিটে হঠাৎ করে টোল প্লাজার বিদ্যুৎ চলে যায়। এ সময় সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে ৮ মিনিট পর সন্ধ্যা ৭টা ৯ মিনিটে পুনরায় বিদ্যুৎ ফিরে আসে টোল প্লাজায়।
রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা প্রান্তের টোল প্লাজায় দায়িত্বে থাকা সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হোসেন। তিনি জানান, সকাল থেকে নিয়মতান্ত্রিকভাবে যানবাহনের টোল আদায় করা হচ্ছিল। সন্ধ্যা ৭টা ১ মিনিটের দিকে কারিগরি সমস্যার কারণে বিদ্যুৎ চলে যায়। পরবর্তী সময়ে জেনারেটর সচল করে টোল প্লাজার বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়। এর পরপরই বিদ্যুৎ চলে আসে। এ সময় প্রায় ৮ মিনিট টোল আদায় বন্ধ ছিল।
সরেজমিন দেখা যায়, সন্ধ্যা ৭টা ১ মিনিটে বিদ্যুৎ চলে যায়। এ সময় কিছু সময়ের জন্য টোল প্লাজা এলাকায় অন্ধকার নেমে আসে। বন্ধ হয়ে যায় টোল আদায়। টোল প্লাজার ৬টি কাউন্টারের সামনে হাজার হাজার মোটরসাইকেল ও যাত্রী-পণ্যবাহী যানবাহন আটকে থাকতে দেখা যায়। অপেক্ষমাণ যাত্রী ও চালকেরা টোল প্লাজার সামনে অপেক্ষা করতে থাকেন। বিদ্যুৎ ফিরে এলে পুনরায় টোল আদায় শুরু করে কর্তৃপক্ষ।
টোল আদায় করা কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ৬ হাজার ৭৬২টি ও মাওয়া প্রান্ত দিয়ে ৮ হাজার ৪৩৮টি যানবাহন পারাপার হয়েছে। দুই প্রান্ত দিয়ে মোট ১৫ হাজার ২০০টি যানবাহন পারাপার করেছে। দুই প্রান্ত থেকে মোট ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এর মধ্যে জাজিরা প্রান্তে ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ ও মাওয়া প্রান্ত থেকে আদায় হয়েছে ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে