নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর চকবাজারের ইসলামবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাস্তা সরু হওয়া ও আশপাশে পানির কোনো উৎস না থাকায় কয়েক শ মিটার দূরের বুড়িগঙ্গা থেকে পানি আনতে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইনসিডেন্ট কমান্ডার উপপরিচালক ছালেহ উদ্দিন ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ‘এটি একটি জুতার কারখানা। এশিয়া রাবার ইন্ডাস্ট্রি নামের এই কারখানাটিতে প্লাস্টিকের জুতা তৈরির জন্য প্লাস্টিকের দানাদারসহ যেসব কেমিক্যাল প্রয়োজন তা মজুত ছিল।’
ছালেহ উদ্দিন আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে আসে। তবে রাস্তা সরু হওয়ায় গাড়িগুলো সেখানে প্রবেশ করতে পারেনি। দূরে গাড়ি রেখে পাইপের মাধ্যমে পানি দেওয়া হয়েছে। এমনকি কারখানার আশপাশে কোথাও পানির রিজার্ভার ছিল না। তাই বুড়িগঙ্গায় পাম্প বসিয়ে বিশেষ কায়দায় এখানে পানি আনতে হয়েছে।’
ফায়ার সার্ভিসের এই উপপরিচালক আরও বলেন, ‘কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ আছে। তাই এখনো ধোঁয়া বের হচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সদস্যরা এখানে কাজ করবে। কয়েকজন শ্রমিক অগ্নিকাণ্ডের ঘটনার পর বের হয়ে যায় তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
তবে আগুনের সূত্রপাত কীভাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি এখনো। এ বিষয়ে ছালেহ উদ্দিন জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে আসলে কীভাবে আগুন লেগেছিল এবং কত ক্ষতি হয়েছে।
এর আগে, আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় অবস্থিত ওই রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
রাজধানীর চকবাজারের ইসলামবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাস্তা সরু হওয়া ও আশপাশে পানির কোনো উৎস না থাকায় কয়েক শ মিটার দূরের বুড়িগঙ্গা থেকে পানি আনতে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে দেরি হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইনসিডেন্ট কমান্ডার উপপরিচালক ছালেহ উদ্দিন ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ‘এটি একটি জুতার কারখানা। এশিয়া রাবার ইন্ডাস্ট্রি নামের এই কারখানাটিতে প্লাস্টিকের জুতা তৈরির জন্য প্লাস্টিকের দানাদারসহ যেসব কেমিক্যাল প্রয়োজন তা মজুত ছিল।’
ছালেহ উদ্দিন আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে আসে। তবে রাস্তা সরু হওয়ায় গাড়িগুলো সেখানে প্রবেশ করতে পারেনি। দূরে গাড়ি রেখে পাইপের মাধ্যমে পানি দেওয়া হয়েছে। এমনকি কারখানার আশপাশে কোথাও পানির রিজার্ভার ছিল না। তাই বুড়িগঙ্গায় পাম্প বসিয়ে বিশেষ কায়দায় এখানে পানি আনতে হয়েছে।’
ফায়ার সার্ভিসের এই উপপরিচালক আরও বলেন, ‘কারখানার ভেতরে প্রচুর দাহ্য পদার্থ আছে। তাই এখনো ধোঁয়া বের হচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সদস্যরা এখানে কাজ করবে। কয়েকজন শ্রমিক অগ্নিকাণ্ডের ঘটনার পর বের হয়ে যায় তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
তবে আগুনের সূত্রপাত কীভাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি এখনো। এ বিষয়ে ছালেহ উদ্দিন জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে আসলে কীভাবে আগুন লেগেছিল এবং কত ক্ষতি হয়েছে।
এর আগে, আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় অবস্থিত ওই রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
আমরণ অনশনের ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবুও ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনড় তাঁরা। শিক্ষার্থীদের সাফ কথা, ‘এক দফা দাবি বাস্তবায়ন না হলে আমরা অনশন থেকে সরব না। প্রয়োজন হলে আমাদের এখানে মৃত্যু হবে।’
৩ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ চুরির মামলাটি পিবিআই থেকে দুদকে হস্তান্তর করা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ মিনিট আগেবরিশালের আগৈলঝাড়ায় র্যাব-৮-এর সদস্যদের মাদকবিরোধী অভিযানে গুলিতে নিহত সিয়াম মোল্লা কলেজছাত্র। সে মাদকসেবী বা মাদক কারবারি নয় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। নিহতের পর তার গ্রামের বাড়ি উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় মানুষজন নেই বললেই চলে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন
১১ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের তালা ভেঙে প্রবেশ করেছেন আন্দোলনরত নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২০-২৫ জন শিক্ষার্থীর একটি দল হলের তালা ভেঙে প্রবেশ করেন।
১৬ মিনিট আগে