নরসিংদী প্রতিনিধি
পাঁচ বছর আগে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর নিখোঁজ নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের আওয়ামী লীগের চার নেতার সন্ধান চেয়ে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
নিখোঁজ চারজন হলেন রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি রূপ মিয়া মেম্বার, ক্রীড়া সম্পাদক হাবিব মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন। পাঁচ বছর আগে বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন এই চার নেতাকে পুলিশ পরিচয়ে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন স্বজনেরা।
মানববন্ধনে স্বজনেরা বলেন, ২০১৭ সালের ২৬ মে বিকেলে বালুয়াকান্দি গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা রূপ মিয়া ও যুবলীগ নেতা আজিজুল এবং বাঁশগাড়ী গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা হাবিব ও জাকির হোসেনকে ধরে নিয়ে যায় রায়পুরা থানার পুলিশ। পরে সন্ধ্যা পর্যন্ত বাঁশগাড়ী পুলিশ ফাঁড়িতে তাঁদের আটকে রাখা হয়। সেখান থেকে রাতে থানায় নেওয়া হয়েছে বলে জানতে পারলেও পরদিন থানা ও আদালতে গিয়ে তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। বিএনপি থেকে আওয়ামী লীগে আসা একটি চক্রের পক্ষ থেকে ঘুষ পেয়ে পুলিশ ওই চারজনকে তুলে নিয়ে গুম করেছে।
নিখোঁজ হাবিব মেম্বারের বড় ভাই সফিয়ত উল্লাহ বলেন, ‘বিএনপি থেকে আওয়ামী লীগে আসা স্থানীয় হাইব্রিড নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বর্তমানে প্রয়াত সিরাজুল হক ও তাঁর সমর্থকেরা মিলে পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে তাঁদের গুম করিয়েছেন। আমি আমার ভাইকে ফেরত চাই।’
নিখোঁজ আজিজুল ইসলামের বড় ভাই হরুন মিয়া বলেন, ‘আমার ভাইকে গুম করার পর ২০১৭ সালের ২০ নভেম্বর আমাকেও বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। নরসিংদী সদর টু মদনগঞ্জ রোডে নিয়ে গিয়ে রাতের আঁধারে পায়ে গুলি করে। পরে পুলিশ নিজেই আমাকে হাসপাতালে ভর্তি করে। এরপর আমার নামে অস্ত্র মামলা দেয়। ওই মামলায় তখন আমি আড়াই মাস জেলও খেটেছি। আমি আমার ভাইয়ের খোঁজ চাই।’
নিখোঁজ রূপ মিয়া মেম্বারের ভাতিজা মাইন উদ্দিন বলেন, ‘প্রবাসী হিসেবে ১৬ বছর সৌদি আরবে ছিলাম। আমার কাকার নিখোঁজের সংবাদ পেয়ে দেশে ফিরে আসি। থানা, জেলখানা, আদালত কোথাও তাঁকে খুঁজে পাইনি। পুলিশ উল্টো অভিযোগ করে, আমরা নাকি তাদের কাছ থেকে চারজনকে ছিনিয়ে নিয়েছি। পরে আমাকেও ধরে নিয়ে পায়ে গুলি করেছে। এ জন্য আমার একটা পা নাই। আমাকেও অস্ত্র মামলা দেয় পুলিশ। মামলায় আমিও আনুমানিক চার মাস জেল খেটেছি।’
মাইন উদ্দিন আরও বলেন, ‘যেই অবস্থাতেই হোক আমার ভাইসহ চারজনকে ফেরত চাই।’
পাঁচ বছর আগে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর নিখোঁজ নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের আওয়ামী লীগের চার নেতার সন্ধান চেয়ে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
নিখোঁজ চারজন হলেন রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি রূপ মিয়া মেম্বার, ক্রীড়া সম্পাদক হাবিব মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন। পাঁচ বছর আগে বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন এই চার নেতাকে পুলিশ পরিচয়ে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন স্বজনেরা।
মানববন্ধনে স্বজনেরা বলেন, ২০১৭ সালের ২৬ মে বিকেলে বালুয়াকান্দি গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা রূপ মিয়া ও যুবলীগ নেতা আজিজুল এবং বাঁশগাড়ী গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা হাবিব ও জাকির হোসেনকে ধরে নিয়ে যায় রায়পুরা থানার পুলিশ। পরে সন্ধ্যা পর্যন্ত বাঁশগাড়ী পুলিশ ফাঁড়িতে তাঁদের আটকে রাখা হয়। সেখান থেকে রাতে থানায় নেওয়া হয়েছে বলে জানতে পারলেও পরদিন থানা ও আদালতে গিয়ে তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। বিএনপি থেকে আওয়ামী লীগে আসা একটি চক্রের পক্ষ থেকে ঘুষ পেয়ে পুলিশ ওই চারজনকে তুলে নিয়ে গুম করেছে।
নিখোঁজ হাবিব মেম্বারের বড় ভাই সফিয়ত উল্লাহ বলেন, ‘বিএনপি থেকে আওয়ামী লীগে আসা স্থানীয় হাইব্রিড নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বর্তমানে প্রয়াত সিরাজুল হক ও তাঁর সমর্থকেরা মিলে পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে তাঁদের গুম করিয়েছেন। আমি আমার ভাইকে ফেরত চাই।’
নিখোঁজ আজিজুল ইসলামের বড় ভাই হরুন মিয়া বলেন, ‘আমার ভাইকে গুম করার পর ২০১৭ সালের ২০ নভেম্বর আমাকেও বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। নরসিংদী সদর টু মদনগঞ্জ রোডে নিয়ে গিয়ে রাতের আঁধারে পায়ে গুলি করে। পরে পুলিশ নিজেই আমাকে হাসপাতালে ভর্তি করে। এরপর আমার নামে অস্ত্র মামলা দেয়। ওই মামলায় তখন আমি আড়াই মাস জেলও খেটেছি। আমি আমার ভাইয়ের খোঁজ চাই।’
নিখোঁজ রূপ মিয়া মেম্বারের ভাতিজা মাইন উদ্দিন বলেন, ‘প্রবাসী হিসেবে ১৬ বছর সৌদি আরবে ছিলাম। আমার কাকার নিখোঁজের সংবাদ পেয়ে দেশে ফিরে আসি। থানা, জেলখানা, আদালত কোথাও তাঁকে খুঁজে পাইনি। পুলিশ উল্টো অভিযোগ করে, আমরা নাকি তাদের কাছ থেকে চারজনকে ছিনিয়ে নিয়েছি। পরে আমাকেও ধরে নিয়ে পায়ে গুলি করেছে। এ জন্য আমার একটা পা নাই। আমাকেও অস্ত্র মামলা দেয় পুলিশ। মামলায় আমিও আনুমানিক চার মাস জেল খেটেছি।’
মাইন উদ্দিন আরও বলেন, ‘যেই অবস্থাতেই হোক আমার ভাইসহ চারজনকে ফেরত চাই।’
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
১৩ মিনিট আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৩ ঘণ্টা আগে