Ajker Patrika

২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবি জাবি ছাত্র ইউনিয়নের

জাবি প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৬: ১৬
২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবি জাবি ছাত্র ইউনিয়নের

প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার প্রতিবাদ এবং ২৪ ঘণ্টার মধ্যে পুলিশি হেফাজত থেকে মুক্তির দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র ইউনিয়ন। আজ বুধবার বেলা তিনটায় সংগঠনটির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের সভাপতি ইমতিয়াজ অর্ণব ও সাধারণ সম্পাদক অমর্ত্য রায় যৌথ বিবৃতিতে বলেন, ‘এই ঘটনার মাধ্যমে রাষ্ট্রীয় দমন-নিপীড়নের চূড়ান্ত রূপ উঠে এসেছে আমাদের সামনে। মানুষকে বাক্‌রুদ্ধকরণের পাঁয়তারা এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে সমাজের তৃতীয় শ্রেণির খেটে খাওয়া মানুষও তাঁর ভাত, মাছ, মাংসের দাবি তুলে ধরতে পারে না। দেশব্যাপী চলমান নীরব এই দুর্ভিক্ষের বার্তা দেশের মানুষের কাছে পৌঁছানোর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক শামসুজ্জামান এহেন রাষ্ট্রীয় হেনস্তা ও অপহরণের শিকার হয়েছেন।’ 

তাঁরা আরও বলেন, ‘সরকারের গোয়েন্দা তৎপরতাকে বৈধতা দানকারী রাষ্ট্রীয় বয়ান যেখানে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক নির্যাতন রোধ সেখানে বারংবার গোয়েন্দা তৎপরতার কার্যকরণ লক্ষণীয় অন্যায়ের প্রতিবাদকারীদের দমনে মানুষের মৌলিক অধিকারের কথা বলা কণ্ঠের ওপর খড়গহস্তরূপে। মানুষের বাক্‌স্বাধীনতা, লেখার স্বাধীনতা কেড়ে নিয়ে ফ্যাসিবাদী সরকার জনগণের মনে ভীতি সঞ্চারের চেষ্টা করছে।’ 

প্রসঙ্গত, ২৬ মার্চ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক সংবাদের জেরে আজ বুধবার ভোর চারটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমবাগান এলাকার বাসা থেকে প্রতিনিধি শামসুজ্জামান শামসকে সিআইডি পরিচয়ে ১৬ ব্যক্তি গাড়িতে তুলে নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত