সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে চারতলা একটি ভবন পাশের ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত চারতলা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। আজ শনিবার ধামরাই পৌরসভার ঢুলিভিটা ধানসিঁড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।
জনৈক জিয়াউর রহমান সিকদারের চারতলা ওই ভবনটি হেলে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, ‘বিকেলে জনৈক জিয়াউর রহমান সিকদারের চারতলা ভবনটি হেলে পড়ার খবর পাওয়া যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বাড়ির মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই ভবনটি পার্শ্ববর্তী শামসুল হক নামে এক ব্যক্তির মালিকানাধীন ছয়তলা ভবনের পাশে কিছুটা হেলে পড়ে। এরপরই ওই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।’
এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভবনটি হেলে পড়া অবস্থায় দেখা যায়। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা যায়, ভবনটির অনুমোদন নেই। সেখানে স্থানীয় মেয়র ও ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।’
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর বলেন, ‘ভবনটি দেখেছি। আগামীকাল প্রকৌশলী গিয়ে পরিদর্শন করে এটির বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।’
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. মামুন আব্দুল্লাহ বলেন, ‘বিষয়টি ফায়ার সার্ভিস ও মেয়র মহোদয়কে জানিয়েছি। জানতে পেরেছি, একটি ছয়তলা ভবনের গায়ে পাশের চারতলা ভবনটি হেলে পড়েছে। মেয়র ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন। ভবনটি যেহেতু পৌরসভার আওতায়, ফলে তারা তাদের প্রকৌশলী পাঠিয়ে বিষয়টি দেখে করণীয় ঠিক করবেন।’
ঢাকার ধামরাইয়ে চারতলা একটি ভবন পাশের ছয়তলা ভবনের গায়ে হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত চারতলা ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। আজ শনিবার ধামরাই পৌরসভার ঢুলিভিটা ধানসিঁড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।
জনৈক জিয়াউর রহমান সিকদারের চারতলা ওই ভবনটি হেলে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, ‘বিকেলে জনৈক জিয়াউর রহমান সিকদারের চারতলা ভবনটি হেলে পড়ার খবর পাওয়া যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বাড়ির মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই ভবনটি পার্শ্ববর্তী শামসুল হক নামে এক ব্যক্তির মালিকানাধীন ছয়তলা ভবনের পাশে কিছুটা হেলে পড়ে। এরপরই ওই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।’
এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভবনটি হেলে পড়া অবস্থায় দেখা যায়। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা যায়, ভবনটির অনুমোদন নেই। সেখানে স্থানীয় মেয়র ও ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।’
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর বলেন, ‘ভবনটি দেখেছি। আগামীকাল প্রকৌশলী গিয়ে পরিদর্শন করে এটির বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।’
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. মামুন আব্দুল্লাহ বলেন, ‘বিষয়টি ফায়ার সার্ভিস ও মেয়র মহোদয়কে জানিয়েছি। জানতে পেরেছি, একটি ছয়তলা ভবনের গায়ে পাশের চারতলা ভবনটি হেলে পড়েছে। মেয়র ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন। ভবনটি যেহেতু পৌরসভার আওতায়, ফলে তারা তাদের প্রকৌশলী পাঠিয়ে বিষয়টি দেখে করণীয় ঠিক করবেন।’
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৫ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৬ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৬ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৬ ঘণ্টা আগে