নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মালিবাগ রেলগেটে আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস দূরপাল্লার সোহাগ পরিবহনের বাসকে ধাক্কা দেয়। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সোহাগ পরিবহনের বাসটি যানজটে আটকে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে। বাসটি যানজটের কারণে আটকে পড়ে রেললাইনের ওপরে। এ সময় কমলাপুর থেকে পঞ্চগড়গামী ট্রেন দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়।
তবে এ বিষয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
স্থানীয় এক ওষুধ ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, বাসটি সম্ভবত বেনাপোল থেকে এসেছে। সেটি রেলগেট-সংলগ্ন কাউন্টারের দিকে যাচ্ছিল। রেলগেট পার হওয়ার সময় রেললাইনে বাসটি ওঠার পর যানজটে আটকা পড়ে। এ কারণে আগাতে ও পেছাতে পারছিল না বাসটি। পরে ট্রেনও কাছাকাছি চলে আসে। বাসটিতে হালকা ধাক্কা লাগে। এতে বাসের চালক ও সহকারী আহত হননি। তবে মাদ্রাজ ফেরত দুই বাসযাত্রী আহত হয়েছেন। তাঁরা বুকে প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাঁদের ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
এদিকে ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের অর্থোপেডিকস চিকিৎসক মো. লোকমান হোসেনের কাছে জানতে চাইলে তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন এই চিকিৎসকের সহযোগী মো. সোহাগ।
মো. সোহাগ বলেন, মাদ্রাজ থেকে বাংলাদেশে আসা দুজন যাত্রী ছিলেন ওই বাসে। তাঁরা বুকে আঘাত পেয়ে আমাদের এখানে এসেছিলেন পরামর্শ নিতে। তাঁদের প্রাথমিক সেবা দেওয়া হয়। পরে ব্যবস্থাপত্র নিয়ে তাঁরা চলে গেছেন। তবে তাড়াহুড়োর কারণে তাঁদের নাম রেজিস্ট্রার খাতায় অন্তর্ভুক্ত করা হয়নি।
রাত সাড়ে ১০টার দিকে দ্রুতযান এক্সপ্রেসকে পিছিয়ে কমলাপুরের দিকে নেওয়া হয়েছে। পরে বাসটিকেও সরানো হয়। বাসটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সামনের কাচ ও কয়েকটি জানালার কাচ ভেঙেছে। এরপর ১০টা ৫৫ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।
রাজধানীর মালিবাগ রেলগেটে আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস দূরপাল্লার সোহাগ পরিবহনের বাসকে ধাক্কা দেয়। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সোহাগ পরিবহনের বাসটি যানজটে আটকে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটে। বাসটি যানজটের কারণে আটকে পড়ে রেললাইনের ওপরে। এ সময় কমলাপুর থেকে পঞ্চগড়গামী ট্রেন দ্রুতযান এক্সপ্রেস সোহাগ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়।
তবে এ বিষয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
স্থানীয় এক ওষুধ ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, বাসটি সম্ভবত বেনাপোল থেকে এসেছে। সেটি রেলগেট-সংলগ্ন কাউন্টারের দিকে যাচ্ছিল। রেলগেট পার হওয়ার সময় রেললাইনে বাসটি ওঠার পর যানজটে আটকা পড়ে। এ কারণে আগাতে ও পেছাতে পারছিল না বাসটি। পরে ট্রেনও কাছাকাছি চলে আসে। বাসটিতে হালকা ধাক্কা লাগে। এতে বাসের চালক ও সহকারী আহত হননি। তবে মাদ্রাজ ফেরত দুই বাসযাত্রী আহত হয়েছেন। তাঁরা বুকে প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাঁদের ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
এদিকে ইবনে সিনা ডি ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের অর্থোপেডিকস চিকিৎসক মো. লোকমান হোসেনের কাছে জানতে চাইলে তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন এই চিকিৎসকের সহযোগী মো. সোহাগ।
মো. সোহাগ বলেন, মাদ্রাজ থেকে বাংলাদেশে আসা দুজন যাত্রী ছিলেন ওই বাসে। তাঁরা বুকে আঘাত পেয়ে আমাদের এখানে এসেছিলেন পরামর্শ নিতে। তাঁদের প্রাথমিক সেবা দেওয়া হয়। পরে ব্যবস্থাপত্র নিয়ে তাঁরা চলে গেছেন। তবে তাড়াহুড়োর কারণে তাঁদের নাম রেজিস্ট্রার খাতায় অন্তর্ভুক্ত করা হয়নি।
রাত সাড়ে ১০টার দিকে দ্রুতযান এক্সপ্রেসকে পিছিয়ে কমলাপুরের দিকে নেওয়া হয়েছে। পরে বাসটিকেও সরানো হয়। বাসটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সামনের কাচ ও কয়েকটি জানালার কাচ ভেঙেছে। এরপর ১০টা ৫৫ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।
বগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যান চালক সুমন রবিদাসকে টাকা দেননি।
৪ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
৯ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
২৬ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৩১ মিনিট আগে