শাহজালালে যাত্রীর পেট থেকে বের হলো ৩০৮০ পিস ইয়াবা

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৭: ৩১
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৭: ৫৩
আটক মো. জুয়েল মিয়া ও তাঁর পেট থেকে উদ্ধার হওয়া ইয়াবা। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. জুয়েল মিয়া (৩৩) নামের এক বিমানযাত্রীর পেট থেকে ৩ হাজার ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১২ নভেম্বর) বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিব হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নতুন রাডার বিল্ডিংয়ের পূর্ব পাশ থেকে শুক্রবার (৮ নভেম্বর) বেলা পৌনে ১১টায় জুয়েল মিয়া নামের এক যুবককে আটক করা হয়। এ সময় ওই যুবক পুলিশ দেখে পালানোর চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জুয়েল জানায় সে তার পেটে ইয়াবা বহন করছে। কক্সবাজার থেকে বাংলাদেশ বিমানের বিজি-৪৪০ ফ্লাইটে ঢাকায় আসার পূর্বে ইয়াবাগুলো কয়েক ভাগে স্কচটেপে মুড়িয়ে সেবন করে জুয়েল।’

সহকারী পুলিশ সুপার রাকিব বলেন, ‘পরে তাকে একটি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করানো হলে পেটের ভেতর অস্বাভাবিক বস্তু দেখা যায়। এরপর জুয়েলকে প্রাকৃতিক কাজ করানো হলে তার পেট থেকে ৭১টি ডিম্বাকৃতির কালো টেপ দ্বারা মোড়ানো ইয়াবা ট্যাবলেটের পোঁটলা পাওয়া যায়। উদ্ধারকৃত ৭১টি ডিম্বাকৃতির কালো টেপ দ্বারা মোড়ানো পোঁটলা খুলে গণনা করে ৩ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

তিনি বলেন, ‘পাকস্থলীতে অধিক পরিমাণে অস্বাভাবিক ও ভারী বস্তু বহনের কারণে অভিযুক্ত আসামি অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ ওয়ার্ডের মেডিসিন ইউনিট-১-এর বি-৬৪ নম্বর বেডে ভর্তি আছেন। তাঁর অবস্থা স্বাভাবিক রয়েছে।’

জুয়েলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ কর্মকর্তা রাকিব বলেন, ‘জুয়েল দীর্ঘদিন ধরেই ঢাকা শহরের অজ্ঞাতনামা মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে অবৈধ পন্থায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে বলে জানা গেছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত