Ajker Patrika

রমজান উপলক্ষে চোর­-ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু: র‍্যাব

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৯: ৪৫
রমজান উপলক্ষে চোর­-ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু: র‍্যাব

আসন্ন রমজানকে উপলক্ষ করে ক্রেতা ও দূর-দূরান্ত থেকে আগত যাত্রীদের নিরাপত্তার স্বার্থে চোর-ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ। 

র‍্যাব-১ কার্যালয়ে আজ সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় ছিনতাইকারীদের গ্রেপ্তার নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

এত আগে রোববার (১০ মার্চ) রাতে রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, ভাটারা, আবদুল্লাহপুর, টঙ্গী ও গাজীপুর থেকে ছিনতাইকারী চক্রের ৩২ জনকে গ্রেপ্তার করে র‍্যাব-১। 

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২১টি চাকু, ১৯টি মোবাইল ফোন, ১টি মানি ব্যাগ, ৪টি ছুরি, ১টি খুর এবং নগদ ৯ হাজার ৯৯০ টাকা, ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রকি (২৪), মো. পাভেল (২৫), মো. অপু (১৯), শফিকুল ইসলাম (১৯), মো. ফরহাদ (২৫), মো. সিয়াম (১৯), মো. মারুফ (২৫), মো. মনোয়ার হোসেন (৩৫), মো. পারভেজ (২২), মো. স্বাধীন (২৫), মো. সিয়াম (১৮),) শান্ত মিয়া (১৯), তাজু মিয়া (১৮), শুভ মিয়া (১৮), মুন্না মিয়া (১৮), হৃদয় খান (১৮), মো. ইব্রাহিম (২৫), মো. নাজমুল (২৫), রফিকুল ইসলাম ওরফে কোদালবাবু (২৪), রফিকুল ইসলাম ওরফে রবিন (২৪), সাজ্জাদ হোসেন ওরফে সাগর (২৫), শফিকুল ইসলাম ওরফে শফি (২৬), আজগর আলী (২৩), রাজিব হোসেন (২০), মো. ফয়সাল (২২), স্বপন মিয়া (৪০), ফারুক মিয়া (৩৫), আল আমিন (১৯), তাইজুল ইসলাম ওরফে সাজু (১৮), সুজন আহমেদ ওরফে ফারুক (৩৫), জসিম মিয়া (১৮) এবং আকাশ মিয়া (১৬)। 

র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, ‘সম্প্রতি ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ঈদ ও রমজানকে কেন্দ্র করে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। যার কারণে র‍্যাব-১ আওতাধীন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বেশ কিছু ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

তিনি বলেন, ‘এসব ছিনতাইকারী ছিনতাইকালে দেশীয় অস্ত্র ব্যবহার করত। সেই সঙ্গে তারা এসব অস্ত্র পথচারীদের ছুরিকাঘাত করতেও দ্বিধাবোধ করত না। পরে তারা মোবাইল, মোটরসাইকেল, মানিব্যাগ, টাকাপয়সা ছিনিয়ে নিত।’ 

মোসতাক আমমেদ বলেন, বনানী-মহাখালী এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি খুর, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও চুরি, ছিনতাই, মাদক মামলা রয়েছে। উত্তরার বিমানবন্দর-আবদুল্লাহপুর এলাকা থেকে ১১ জনকে ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি চাকু, ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

গাজীপুরে আরেকটি অভিযান চালিয়ে ছয়জন ছিনতাইকারীকে মাদক, মোবাইল ও নগদ কিছু টাকা উদ্ধার করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে ইতিপূর্বে চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গাজীপুরের টঙ্গী ও আশপাশে এলাকা থেকে ১১ জনকে ধরা হয়। তাদের কাছ থেকে ১১টি চাকু,৬টি ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ফয়সালের টঙ্গী পূর্ব থানায় ডাকাতি এবং দস্যুতার মামলা রয়েছে। 

এ ছাড়া গাজীপুরে আরেকটি অভিযান চালিয়ে ছুরি, চাকুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত