মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে শিবালয়ে ফসলি জমিতে নিষিদ্ধ পপি চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ দিকে গাছগুলোকে কেটে জব্দ কার হয়েছে বলেও জানানো হয়েছে।
আজ রোববার উপজেলার নতুন পয়লা গ্রামে ভুট্টাখেতের মাঝে ৬ শতাংশ জমিতে থেকে এসব গাছের সন্ধান পায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া চাষির নাম—নূরুল ইসলাম (৪২)। তিনি উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকার জাবেদ খানের ছেলে।
ডিবি পুলিশ এবং স্থানীয়রা জানায়, নতুন পয়লা গ্রামে ভুট্টাখেতের মাঝে নিজের প্রায় ৬ শতক জমিতে পপি গাছের ১০ হাজার চারা রোপণ করেন নূরুল ইসলাম। পপি গাছগুলোতে এরই মধ্যে ফুল ও ফল ধরেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নূরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। এরপর রোববার সকাল থেকে শুরু করে গাছগুলো কেটে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, ‘পপি গাছ থেকে মূলত মাদকদ্রব্য তৈরি করা যায়। এর ফল যখন পরিপক্ব হয়, তখন ব্লেড দিয়ে ফলের গায়ে গভীর আঁচড় দেওয়া হয়। ৫ থেকে ৬ ঘণ্টা পর ফল থেকে যে রস বের হয়, সেটা নিষিদ্ধ মাদক আফিমের কাঁচামাল।’
তিনি আরও বলেন, ‘পপি চাষি নূরুল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় মামলা হয়েছে।’
এ বিষয়ে জেলা ডিবির পরিদর্শক আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘লোকচক্ষু আড়াল করতে গ্রেপ্তারকৃত আসামি ভুট্টাখেতের মাঝে নিষিদ্ধ পপি চাষ শুরু করেছিলেন। আজ রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে পাঠানো হয়। পরে আদালতের বিচারকের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
মানিকগঞ্জে শিবালয়ে ফসলি জমিতে নিষিদ্ধ পপি চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ দিকে গাছগুলোকে কেটে জব্দ কার হয়েছে বলেও জানানো হয়েছে।
আজ রোববার উপজেলার নতুন পয়লা গ্রামে ভুট্টাখেতের মাঝে ৬ শতাংশ জমিতে থেকে এসব গাছের সন্ধান পায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া চাষির নাম—নূরুল ইসলাম (৪২)। তিনি উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকার জাবেদ খানের ছেলে।
ডিবি পুলিশ এবং স্থানীয়রা জানায়, নতুন পয়লা গ্রামে ভুট্টাখেতের মাঝে নিজের প্রায় ৬ শতক জমিতে পপি গাছের ১০ হাজার চারা রোপণ করেন নূরুল ইসলাম। পপি গাছগুলোতে এরই মধ্যে ফুল ও ফল ধরেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নূরুল ইসলামকে আটক করে ডিবি পুলিশ। এরপর রোববার সকাল থেকে শুরু করে গাছগুলো কেটে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, ‘পপি গাছ থেকে মূলত মাদকদ্রব্য তৈরি করা যায়। এর ফল যখন পরিপক্ব হয়, তখন ব্লেড দিয়ে ফলের গায়ে গভীর আঁচড় দেওয়া হয়। ৫ থেকে ৬ ঘণ্টা পর ফল থেকে যে রস বের হয়, সেটা নিষিদ্ধ মাদক আফিমের কাঁচামাল।’
তিনি আরও বলেন, ‘পপি চাষি নূরুল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় মামলা হয়েছে।’
এ বিষয়ে জেলা ডিবির পরিদর্শক আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘লোকচক্ষু আড়াল করতে গ্রেপ্তারকৃত আসামি ভুট্টাখেতের মাঝে নিষিদ্ধ পপি চাষ শুরু করেছিলেন। আজ রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে পাঠানো হয়। পরে আদালতের বিচারকের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড...
২ মিনিট আগেনীলফামারীর ডিমলায় তিস্তা নদীর তীর রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জিও ব্যাগে বালু ভরাট করতে নদীর ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থানে শ্যালো ইঞ্জিনচালিত নিষিদ্ধ বোমা মেশিন বসিয়ে বালু তুলছে পাউবোর ঠিকাদার। বালু তোলার কারণে পাড়ের ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে।
৯ মিনিট আগেময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের হয়রানি ও জিম্মি করে প্রতারণার অভিযোগে র্যাব-১৪ অভিযান চালিয়ে ১৪ জন দালালকে আটক করেছে। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আটক ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
২৪ মিনিট আগেবরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সিমুলেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৮টি কক্ষের সমন্বয়ে গঠিত এ ল্যাবের উদ্বোধন করেন শেবাচিমের অধ্যক্ষ ফয়জুল বাশার।
২৯ মিনিট আগে