Ajker Patrika

মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারব: মন্দির উদ্বোধন শেষে আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ২০: ১৮
মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারব: মন্দির উদ্বোধন শেষে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘সব ধর্মেই মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে। যদি মানুষকে ভালোবাসতে পারি, তাহলে সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারব। ছোট থেকেই এই কথা শুনে বড় হয়েছি।’

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় মাত কোটি টাকা ব্যয়ে নির্মিত মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মেয়র এসব কথা বলেন। শহরের আধ্যাত্মিক সাধক নাগ মহাশয়ের আশ্রমে ওই মন্দির নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, ‘মানুষের মাঝে কোনো জাত-পাত নেই। এই সত্য বাক্য মাথায় নিয়েই বড় হয়েছি। আল্লাহ নিজেই বৈচিত্র্যময় দুনিয়া সাজিয়েছেন। তাই সবার ভিন্ন ভিন্ন ইচ্ছা, বিশ্বাস হবে—এটাই স্বাভাবিক। সুতরাং, আমরা নিজেদের মধ্যে বিভাজন কেন করব? আমরা ধর্মীয় বিভাজন করার কেউ নই। যিনি সৃষ্টি করেছেন, তিনিই বুঝবেন কে অস্তিত্ব বিশ্বাস করে আর কে করে না। সেটা বিচার করার দায় তাঁর হাতে।’

ডা. সেলিনা হায়াৎ আইভী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সকল মানুষের সমান অধিকার। নারায়ণগঞ্জে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসে আমাকে বলল, “আপনি সবার জন্য সহযোগিতা করেছেন, আমরাও তো আছি, আমাদের কি ভুলে গেছেন?” আমি বলেছি, আপনাদের চাহিদা আমাকে কখনো জানাননি। আপনারা বলেন কী চাহিদা, আমি সেটা করে দেব। তাঁরা একটি টেম্পলের অনুরোধ করেছেন। ইতিমধ্যে সেটি নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। সিটি শ্মশানের পাশেই এই টেম্পল নির্মাণ করা হবে। সবার জন্য কাজ করে আমি অনেক সন্তুষ্টি পাই। আমাদের দেশে কিছু ধর্মগুরু আছেন, যাঁরা কট্টরবাদী। কিন্তু কট্টরতার স্থান ধর্মে নেই।’

অনুষ্ঠানে সাধু নাগ মহাশয়ের আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি তারাপদ আচার্য সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মনিরুজ্জামান মনির প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত