Ajker Patrika

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

গাজীপুর প্রতিনিধি
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। ছবি: আজকের পত্রিকা
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৩-২৪’ শুরু হয়েছে। আজ শনিবার ব্রি সদর দপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, এফএও বাংলাদেশের প্রতিনিধি জিয়াও কুনশি। এছাড়া ব্রি, বারি, বিএআরসি, ডিএই, ইরি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম ২০২৩-২৪ সালের গবেষণা অগ্রগতি এবং অর্জন তুলে ধরেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আনোয়ারুল হক।

কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘ব্রির গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।’

তিনি কৃষিবান্ধব শিল্প ও অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্রি নিরলসভাবে কাজ করছে। ব্রির গবেষণা কার্যক্রম এখন বিশ্বের কাছে একটি উদাহরণ।’ তিনি আরও জানান, ভাতের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণে গবেষণা জোরদার করা হয়েছে। বর্তমানে দেশের ৮০ শতাংশ জমিতে ব্রি উদ্ভাবিত জাতের ধান চাষ হয় এবং এটি দেশের মোট ধান উৎপাদনের ৯০ শতাংশ নিশ্চিত করে।

ব্রি এই পর্যন্ত ৮টি হাইব্রিডসহ ১১৫টি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে। এসব জাতের মধ্যে বেশ কয়েকটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণ সমৃদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত