Ajker Patrika

জামায়াতের সঙ্গে সংঘর্ষে পুলিশের ১০ জন আহত: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১০: ০২
জামায়াতের সঙ্গে সংঘর্ষে পুলিশের ১০ জন আহত: ডিএমপি

রাজধানীর রমনা থানার মালিবাগ টাওয়ার এলাকায় জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা পল্টনে পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন-ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)  রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. বায়েজীদুর রহমান, রমনা থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ওসমান মাসুম, এসআই সুবীর কুমার কর্মকার, এসআই হাবিবুর রহমান, এসআই মোহাইমিনুল হাসান, এএসআই কবির হোসেন, এএসআই মো. ফিরোজ মিয়া।

এ ছাড়া পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব’র কনস্টেবল সৌরভ নাথ ও কনস্টেবল সাদী মোহাম্মদ আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।ফারুক হোসেন বলেন, মৌচাকে জামায়াতের গণমিছিলে বাধা দেওয়ায় সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় জামায়াত নেতা–কর্মীরা কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে।

আহত পুলিশ সদস্যদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত নেতা–কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ দিকে আহত চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে যাওয়া কথা রয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত