অবরোধের আগের রাতে মিরপুরে ৪ বাসে আগুন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ২৩: ৫৮
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১০: ০৩

বিএনপি ও সমমনা দলগুলোর পঞ্চম দফা অবরোধের আগের রাতে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে মিরপুরে-১ নম্বরে নবাবের বাগ উত্তরপাড়া ও বেড়িবাঁধ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে অগ্নিসংযোগ করা হয় ৷ এর ৪৫ মিনিট পরে মিরপুর ১০ নম্বর আরও একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা ৷ এরপর ১১টা ৩ মিনিটে মিরপুর বেড়িবাঁধ এলাকায় শুকতারা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম। 

তালহা বলেন, সর্বশেষ রাত ১১টা ৩ মিনিটে দ্বীপনগর, বেড়িবাঁধ এলাকায় শুকতারা বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা ৷ কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নেভায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত