Ajker Patrika

ডিএনসিসি দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থাকবে: প্রশাসক এজাজ

অনলাইন ডেস্ক
সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা
সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রশাসক হিসেবে পরিবেশ, স্বাস্থ্য ও জলাবদ্ধতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিজের কাজ শুরু করতে চান বলেও জানান তিনি।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিএনসিসির হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকার প্রতিদিনের লড়াই খুব কাছ থেকে জানি। এখানে আমাদের ফুসফুসে বিশুদ্ধ বাতাসের বদলে জমে কালো ধোঁয়া আর ধুলা। শহরে খেলার মাঠ থাকলেও, খেলার সুযোগ নেই। বর্জ্য ব্যবস্থাপনা বা বিশুদ্ধ পানির মতো সাধারণ প্রয়োজনীয় জিনিস এখনো হয়ে আছে বিলাসিতা, অথচ এগুলো আমাদের অধিকার। শহরের অর্ধেক জনসংখ্যা নারী, কিন্তু শহর পরিকল্পনায় তারা উপেক্ষিত। নেই শিশুদের জন্যও নিরাপদ এবং উপযুক্ত শহর গড়ার পরিকল্পনা।’

এজাজ বলেন, ‘ঢাকাকে একটি বাসযোগ্য শহর করতে আমাদের নিশ্চিত করতে হবে, পরিবেশ যেন ভালো থাকে, বাতাস যেন বিশুদ্ধ হয়, নদী-খালগুলো যেন বাঁচে এবং সবার জন্য যেন উন্মুক্ত জায়গা থাকে, যেখানে শিশুরা খেলতে পারে ও মানুষ হাঁটতে-বসতে পারে।’

ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডিএনসিসির প্রশাসক।

ব্যানার-পোস্টার অপসারণের বিষয়ে তিনি বলেন, রাজপথ থেকে ব্যানার-পোস্টার অপসারণ করা হবে। পিভিসিও অ্যালাউ করা হবে না। দেয়ালে দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে। পোস্টার-ব্যানার লাগালে জরিমানা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত