Ajker Patrika

হত্যা মামলায় সহকারী পুলিশ কমিশনার ইফতেখার ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হত্যা মামলায় সহকারী পুলিশ কমিশনার ইফতেখার ৩ দিনের রিমান্ডে

ডিবি পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি, ডিবি) ইফতেখার মাহমুদকে বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ১০দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক নুরুল ইসলাম খান। অন্যদিকে রিমান্ড বাতিল সে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত রোববার রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সুমন সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। 

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে রাস্তার ওপর এলোপাতাড়ি গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।

তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করে হত্যার মূল রহস্য উদঘাটন ও ঘটনার ইন্ধনদাতা তাদের চিহ্নিত করা প্রয়োজন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইফতেখার মাহমুদকে খুঁজে পাওয়া যায়নি। গত ২২ আগস্ট তার স্ত্রী এ সংক্রান্তে ডিবি প্রধানকে চিঠি দিয়ে জানিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত