ঢামেক প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জ আব্দুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সালমান খান দিনার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাওয়া রোডের আব্দুল্লাপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত দিনারকে পথচারী ও বন্ধুরা উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়ার পর চিকিৎসক রাত ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
দিনাদের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে। বাবার নাম জামান খান। পরিবার নিয়ে পুরান ঢাকার আরসিন গেট এলাকায় থাকতেন।
ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল দিনার। তবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি অংশ নেননি বলে নিশ্চিত করেছেন নিহত দিনারের খালাতো ভাই মো. সজিব আহমেদ।
খালাতো ভাই মো. সজিব আহমেদ বলেন, ‘মঙ্গলবার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন দিনার। সেখান থেকে ঢাকায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। পরে লোক মারফত তার দুর্ঘটনার খবর শুনতে পেয়ে স্থানীয় হাসপাতাল থেকে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দিয়েছে বলে শুনেছি। তবে তার সঙ্গে আর কয়জন ছিল তা এখনো জানা যায়নি।’
মুন্সিগঞ্জের হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী জানান, সন্ধ্যা ৭টার দিকে খবর পাওয়া যায়, মাওয়া রোডের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে রাস্তায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পাওয়া গেছে।
ওসি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, আহত এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। যতটুকু জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে দিনারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে স্বজনরা সঙ্গে সঙ্গে মরদেহটি হাসপাতাল থেকে নিয়ে গেছেন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জ আব্দুল্লাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সালমান খান দিনার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাওয়া রোডের আব্দুল্লাপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত দিনারকে পথচারী ও বন্ধুরা উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়ার পর চিকিৎসক রাত ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
দিনাদের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে। বাবার নাম জামান খান। পরিবার নিয়ে পুরান ঢাকার আরসিন গেট এলাকায় থাকতেন।
ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল দিনার। তবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি অংশ নেননি বলে নিশ্চিত করেছেন নিহত দিনারের খালাতো ভাই মো. সজিব আহমেদ।
খালাতো ভাই মো. সজিব আহমেদ বলেন, ‘মঙ্গলবার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন দিনার। সেখান থেকে ঢাকায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। পরে লোক মারফত তার দুর্ঘটনার খবর শুনতে পেয়ে স্থানীয় হাসপাতাল থেকে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দিয়েছে বলে শুনেছি। তবে তার সঙ্গে আর কয়জন ছিল তা এখনো জানা যায়নি।’
মুন্সিগঞ্জের হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী জানান, সন্ধ্যা ৭টার দিকে খবর পাওয়া যায়, মাওয়া রোডের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে রাস্তায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পাওয়া গেছে।
ওসি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, আহত এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। যতটুকু জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে দিনারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে স্বজনরা সঙ্গে সঙ্গে মরদেহটি হাসপাতাল থেকে নিয়ে গেছেন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৭ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৭ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৭ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৭ ঘণ্টা আগে