Ajker Patrika

অভিভাবকদের বলবে নৌকায় ভোট দিতে হবে, শিক্ষার্থীদের শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ২১
অভিভাবকদের বলবে নৌকায় ভোট দিতে হবে, শিক্ষার্থীদের শাজাহান খান

অভিভাবকদের নৌকা প্রতীকে ভোট দিতে আবদার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মাদারীপুর সদর উপজেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা বাড়িতে গিয়ে তোমার অভিভাবকদের কাছে সব সময় টাকা, খাবারসহ অনেক কিছু চাও। তবে এবার গিয়ে আবদার করবে, দেশের জন্য শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন এবং উন্নয়ন চলমান রাখতেই শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে হবে। আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আরও বলেন, ‘দেশের যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি মাদারীপুরেও অনেক উন্নয়ন হচ্ছে। এই যে ইউ আই স্কুল, এই স্কুলে পড়াশোনা করেছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় এই স্কুল কী ছিল, আজ এই স্কুলের কত উন্নয়ন হয়েছে। তাই শেখ হাসিনার সময় যে উন্নয়ন হয়েছে, সেটা অব্যাহত রাখতেই নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান করছি।’

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন, মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত