Ajker Patrika

চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড: পাঁচ বছরেও শুরু হয়নি মামলার সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ১৯
চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড: পাঁচ বছরেও শুরু হয়নি মামলার সাক্ষ্যগ্রহণ

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ পাঁচ বছরেও শুরু হয়নি। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জুম্মন নামে এক ব্যক্তির ছেলে মো. আসিফ বাদী হয়ে চকবাজার মডেল থানায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর তিন বছর কেটে যায় তদন্তকাজ শেষ করতে। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম ভবন মালিকের দুই ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। 

এরপর আরও দুই বছর কেটে যায় মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে। গত ৩১ জানুয়ারি ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ভবন মালিক দুই ভাই হাসান ওরফে হাসান সুলতান ও সোহেল ওরফে সোহেল শহীদসহ এই মামলায় অভিযুক্ত অপর ছয় আসামি হলেন রাসায়নিকের গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ম্যানেজার মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াব আতির, মো. নাবিল ও কাশিফ উদ্দিন। তাঁরা সবাই বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন। 

মামলাটি ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। আগামী ১৪ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি এপিপি মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, গত ৩১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আসামিরা সবাই জামিনে আছেন। আগামী ১৪ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সাক্ষীদের আদালতে তলব করা হয়েছে।

মামলার বাদী অগ্নিকাণ্ডে মৃত জুম্মনের ছেলে মো. আসিফ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আমাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা আদালতে সাক্ষ্য দেব। দ্রুত বিচারের দাবি জানাচ্ছি সরকারের প্রতি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত