Ajker Patrika

মিডিয়া ফেলোশিপ পেলেন আজকের পত্রিকার দুই প্রতিবেদক

অনলাইন ডেস্ক
আজ সোমবার ডিএনসিআরপি মিলনায়তনে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ফেলোশিপপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ তুলে দেন। ছবি: আজকের পত্রিকা
আজ সোমবার ডিএনসিআরপি মিলনায়তনে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ফেলোশিপপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

‘লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক জয়নাল আবেদীন খান ও নিজস্ব প্রতিবেদক রোকন উদ্দীনসহ ৩০ জন সাংবাদিক। আজ সোমবার ডিএনসিআরপি মিলনায়তনে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ফেলোশিপপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ তুলে দেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্প খাতের পণ্য উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এএসবিএমইবি) উদ্যোগে এই ফেলোশিপ দেওয়া হয়েছে।

প্রথমবারের মতো আয়োজিত ফেলোশিপে প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন ক্যাটাগরিতে এসব প্রতিবেদক দেশের সম্ভাবনাময় কসমেটিকস শিল্প, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার খাত নিয়ে প্রতিবেদন করেন। অংশগ্রহণকারী ফেলোরা সরেজমিন তথ্য ও উপাত্ত সংগ্রহ করে নিজ নিজ গণমাধ্যমে এই খাতের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা এবং এগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন।

ফেলোশিপে অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনজনকে সেরা প্রতিবেদক নির্বাচন ও অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে এএসবিএমইবির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল ও ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, চিত্রনায়ক সিয়াম আহমেদসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলীম আখতার খান বলেন, বাজারে ভেজাল পণ্য রোধ ও ভোক্তা স্বার্থ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। সাংবাদিকেরা তাঁদের অনুসন্ধানী প্রতিবেদনে পণ্য নিয়ে অসংগতি তুলে ধরলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দ্রুত ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন মহাপরিচালক।

অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, রিমার্ক-হারল্যানের পণ্য এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশীয় প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের অথেনটিক পণ্য ব্যবহারে ভোক্তাদের প্রতি আহ্বানও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত