উত্তরা (ঢাকা) প্রতিনিধি
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর উত্তরা থেকে দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-মোহাইমিনোন মুহি (১৯) ও মো. শাহাদাৎ চৌধুরী নিশান (১৯)।
জানা গেছে, ভুক্তভোগীর নাম শোয়াইব ইসলাম সাজ্জাদ। তিনি উত্তরার একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। অপরদিকে গ্রেপ্তার হওয়া ওই দুই ছাত্র উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্র ও অভিযুক্ত দুজন উত্তরা ৭ নম্বর সেক্টরে হোস্টেলে থাকেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে জানান, অভিযুক্তরা ভুক্তভোগীকে ‘তোর পকেটে গাঁজা আছে’ বলে পুলিশে সোপর্দ করার হুমকি দিয়ে চাঁদাবাজি করে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোহাইমিনোন মুহি ও শাহাদাৎ চৌধুরী নিশান নামের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মহসীন বলেন, গত ১০ অক্টোবর রাতে সাজ্জাদকে মোহাইমিনোন মুহি বলে, তোর বন্ধু ডেকেছে, নিচে যা। তখন সাজ্জাদ সঙ্গে সঙ্গেই নিচে যায়। নিচে গিয়ে দেখতে পায় মুহি ও নিশান ছাড়াও সেখানে তাদের আরও দুই বন্ধু আছে। সাজ্জাদ যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুজন সাজ্জাদের দুই হাত ধরে রাখে। আরেকজন বলে, ‘তোর পকেটে গাঁজা আছে। তোরে পুলিশে দিতে হবে।’ সাজ্জাদকে মারধর করা হয়। সাজ্জাদের কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করা হয়। সাজ্জাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আবারও মারধর করতে থাকে। এরই মধ্যে একজন ফোনে পুলিশের সঙ্গে কথা বলার অভিনয় করে। পরে সাজ্জাদের পকেটে থাকা ১ হাজার টাকা নিয়ে নেয় এবং বাকি ৪ হাজার মঙ্গলবারের (১১ অক্টোবর) মধ্যে দেওয়ার সময় দেয়। না হলে সাজ্জাদকে পুলিশে দেওয়ারও হুমকি দেয়। পরে সাজ্জাদের বাবা থানায় অভিযোগ দিলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ মহসীন বলেন, এ ঘটনায় শোয়াইব ইসলাম সাজ্জাদের বাবা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেছেন।
চাঁদাবাজির অভিযোগে রাজধানীর উত্তরা থেকে দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-মোহাইমিনোন মুহি (১৯) ও মো. শাহাদাৎ চৌধুরী নিশান (১৯)।
জানা গেছে, ভুক্তভোগীর নাম শোয়াইব ইসলাম সাজ্জাদ। তিনি উত্তরার একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। অপরদিকে গ্রেপ্তার হওয়া ওই দুই ছাত্র উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্র ও অভিযুক্ত দুজন উত্তরা ৭ নম্বর সেক্টরে হোস্টেলে থাকেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে জানান, অভিযুক্তরা ভুক্তভোগীকে ‘তোর পকেটে গাঁজা আছে’ বলে পুলিশে সোপর্দ করার হুমকি দিয়ে চাঁদাবাজি করে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মোহাইমিনোন মুহি ও শাহাদাৎ চৌধুরী নিশান নামের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মহসীন বলেন, গত ১০ অক্টোবর রাতে সাজ্জাদকে মোহাইমিনোন মুহি বলে, তোর বন্ধু ডেকেছে, নিচে যা। তখন সাজ্জাদ সঙ্গে সঙ্গেই নিচে যায়। নিচে গিয়ে দেখতে পায় মুহি ও নিশান ছাড়াও সেখানে তাদের আরও দুই বন্ধু আছে। সাজ্জাদ যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুজন সাজ্জাদের দুই হাত ধরে রাখে। আরেকজন বলে, ‘তোর পকেটে গাঁজা আছে। তোরে পুলিশে দিতে হবে।’ সাজ্জাদকে মারধর করা হয়। সাজ্জাদের কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করা হয়। সাজ্জাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আবারও মারধর করতে থাকে। এরই মধ্যে একজন ফোনে পুলিশের সঙ্গে কথা বলার অভিনয় করে। পরে সাজ্জাদের পকেটে থাকা ১ হাজার টাকা নিয়ে নেয় এবং বাকি ৪ হাজার মঙ্গলবারের (১১ অক্টোবর) মধ্যে দেওয়ার সময় দেয়। না হলে সাজ্জাদকে পুলিশে দেওয়ারও হুমকি দেয়। পরে সাজ্জাদের বাবা থানায় অভিযোগ দিলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ মহসীন বলেন, এ ঘটনায় শোয়াইব ইসলাম সাজ্জাদের বাবা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেছেন।
মিসরের ইজিপ্ট এয়ারের দুটি উড়োজাহাজ ভাড়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন বিমানের এই কর্মকর্তাদের কারাগারে
১৫ মিনিট আগেনারায়ণগঞ্জের কুতুবপুরে কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের কবর খননকারী কয়েক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো
২৫ মিনিট আগেটাঙ্গাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৫ দিনের রিমান্ড শেষে আজ রোবাবর তাঁকে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
৩৩ মিনিট আগে