Ajker Patrika

জবিতে সন্তানের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে থাকতে পারবেন না শিক্ষক-কর্মকর্তারা

জবি প্রতিনিধি 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তান ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করবে, সেসব শিক্ষক-কর্মকর্তাকে ক্যাম্পাসে অবস্থান না করতে বিশেষভাবে অনুরোধ করেছে প্রশাসন।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ইউনিট এ, বি, সি ও ডি ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তান ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করবে তাঁদের সংশ্লিষ্ট শিফটে পর্যবেক্ষণ বা অন্যান্য দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে এবং ক্যাম্পাসে অবস্থান না করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি অনেক ছোট। এখানে তিন শিফটে পরীক্ষা হবে আর আমরা নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। জবি আইন অনুযায়ী যেসব শিক্ষক কর্মকর্তা-কর্মচারীর সন্তান-সন্ততি বা আত্মীয়স্বজন ভর্তি পরীক্ষা দেবেন, তাঁরা ভর্তি পরীক্ষার কোনো দায়িত্ব পালন অথবা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। আর অবস্থান করলে তা জবির আইন পরিপন্থী হিসেবে গণ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত