Ajker Patrika

টঙ্গীতে চুরি শেষে বিটিসিএলের গুদামে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৪: ০৩
টঙ্গীতে চুরি শেষে বিটিসিএলের গুদামে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গুদামে মালামাল চুরি শেষে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১০টায় টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি এলাকার গুদামে এ ঘটনা ঘটে।

আগুনে বিটিসিএলের গোডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টঙ্গী গুদামের দায়িত্বে থাকা (ইনচার্জ) আবুল কালাম। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিটিসিএল সূত্রে জানা যায়, টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি এলাকায় বিটিসিএলের একটি গুদাম রয়েছে। বুধবার রাতে ওই গুদামে ঢুকে মালামাল চুরি করে একটি চোর চক্র। পরে হঠাৎ গুদামটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এ সময় আশপাশের লোকজন টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠালে সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা সাজেদুল কবির জোয়ার্দার বলেন, আগুনে বিটিসিএলের গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবারে সকাল পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

টঙ্গীতে আগুনে বিটিসিএলের গোডাউনে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। ছবি: সংগৃহীতবাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) টঙ্গী গুদামের ইনচার্জ আবুল কালাম বলেন, ‘এই গুদামে এর আগেও বেশ কয়েকবার চুরি হয়েছে। গতকাল (বুধবার) ফের চুরি হয়। চুরি শেষে একদল চোর গুদামে আগুন লাগিয়ে দেয়। গুদামটিতে টেলিফোন লাইন সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, তামার তার, টেলিফোনে ব্যবহৃত অকেজো মালামাল মজুত ছিল। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই আমরা একটি মামলা দায়ের করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত