Ajker Patrika

সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জবি শিক্ষার্থী ফোরামের সমাবেশ

জবি প্রতিনিধি 
জবি শিক্ষার্থী ফোরামের প্রতিবাদ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
জবি শিক্ষার্থী ফোরামের প্রতিবাদ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরাম। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, ‘জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখন আমাদেরকে নারীবান্ধব রাষ্ট্রের দাবি তুলতে হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তার দাবি ছিল এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এখনো সেই চাওয়া পূর্ণ হয়নি। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।’

বাংলা বিভাগের শিক্ষার্থী শতাব্দীকা ঊর্মি বলেন, বাংলাদেশে সন্ত্রাসীরা এক প্রকার ফ্রি পাস পেয়ে গেছে। ঘুম থেকে উঠে একের পর এক ধর্ষণ, ছিনতাই, খুনের খবর পেতে আমরা বাংলাদেশের নাগরিকেরা তীব্র আতঙ্কিত থাকছি। গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা রক্তের ওপর যে সরকারকে বসিয়েছি, তার এ রকম রাষ্ট্র চালনার বৈশিষ্ট্য হলে বলতে চাই তিনি অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করতে চান। অবিলম্বে জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তা না পারলে ব্যর্থতা স্বীকার করে নিয়ে ক্ষমতা ছেড়ে দেন। জনগণের প্রতিনিধি হয়ে জনগণের জীবনকে অনবরত ঝুঁকির মুখে রেখে জনগণের ম্যান্ডেটকে একটা ছেলেখেলা বানাবেন না।’

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোয়ার সাম্য বলেন, ‘ইন্টেরিমকে হানিমুন পিরিয়ডে রাখার আর কোনো সুযোগ নাই, যথেষ্ট সময় তারা পেয়েছে এবার তাদের দায় নেওয়ার পালা, প্রতিটি ধর্ষণের দায় তাদের নিতে হবে, বিচার নিশ্চিত করতে হবে, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত