মঞ্জুর রহমান, মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণা আট দিনের ছুটি নিয়ে প্রায় এক বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও সংশ্লিষ্ট সরকারি ওয়েব সাইটে প্রধান শিক্ষক পদে এখনো তিনি বহাল আছেন। এ কারণে তাঁর পদে অন্য শিক্ষক নিতে পারছেন না বলে জানান কর্মকর্তারা।
অনুপস্থিত প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণার বাড়ি শিবালয়ের উত্তর মহাদেবপুর গ্রামে। প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন প্রতিবেদন থেকে ইংল্যান্ডে তাঁর বসবাস করার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এলিসা আফরিন খানম বলেন, তৎকালীন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ গত ১৩ জুন বিদ্যালয় পরিদর্শনে এসে পরিবীক্ষণ ও পরিদর্শন প্রতিবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনা অনুমতিতে ইংল্যান্ড গেছেন বলে মন্ত্রী পরিষদের সচিব, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করেন। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওই সময়ের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
শিবালয় উপজেলা শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, ২০২২ সালের ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দিনের নৈমিত্তিক ছুটি নেন প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এরপর তিনি অফিশিয়ালভাবে ছুটি না বাড়িয়ে বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। পরে বিদ্যালয়ে ওই প্রধান শিক্ষকের অনুপস্থিত থাকা ও স্কুলে না আসায় তাঁর বাড়িতে ছয়বার কৈফিয়ত তলবপত্র দেওয়ার বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ জিন্নাত আলী খান বলেন, ‘২০২২ সালের ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দিনের নৈমিত্তিক ছুটি নেন প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এরপর ১ অক্টোবর কর্মক্ষেত্রে তাঁর যোগদানের কথা থাকলেও এক বছরে তিনি আসেননি। অনেক দিন প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি বারবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’
বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে জানার জন্য তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শিবালয় উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এলিসা আফরিন খানম বলেন, ‘তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অনুপস্থিত থাকার বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। সর্বশেষ চলতি মাসের ১৭ সেপ্টেম্বর অনুপস্থিত ওই প্রধান শিক্ষিকাকে কৈফিয়ত তলব করে চিঠি দেওয়া হয়েছে।’
এ বিষয়ে কথা বলতে মানিকগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমি আড়াইমাস হলো মানিকগঞ্জে এসেছি। বিষয়টি জেনে ঢাকা বিভাগীয় পরিচালক বরাবর লিখিতভাবে জানিয়েছি। অনেক দিন তিনি স্কুলে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।’
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণা আট দিনের ছুটি নিয়ে প্রায় এক বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও সংশ্লিষ্ট সরকারি ওয়েব সাইটে প্রধান শিক্ষক পদে এখনো তিনি বহাল আছেন। এ কারণে তাঁর পদে অন্য শিক্ষক নিতে পারছেন না বলে জানান কর্মকর্তারা।
অনুপস্থিত প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণার বাড়ি শিবালয়ের উত্তর মহাদেবপুর গ্রামে। প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন প্রতিবেদন থেকে ইংল্যান্ডে তাঁর বসবাস করার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এলিসা আফরিন খানম বলেন, তৎকালীন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ গত ১৩ জুন বিদ্যালয় পরিদর্শনে এসে পরিবীক্ষণ ও পরিদর্শন প্রতিবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনা অনুমতিতে ইংল্যান্ড গেছেন বলে মন্ত্রী পরিষদের সচিব, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করেন। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওই সময়ের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
শিবালয় উপজেলা শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, ২০২২ সালের ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দিনের নৈমিত্তিক ছুটি নেন প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এরপর তিনি অফিশিয়ালভাবে ছুটি না বাড়িয়ে বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। পরে বিদ্যালয়ে ওই প্রধান শিক্ষকের অনুপস্থিত থাকা ও স্কুলে না আসায় তাঁর বাড়িতে ছয়বার কৈফিয়ত তলবপত্র দেওয়ার বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ জিন্নাত আলী খান বলেন, ‘২০২২ সালের ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দিনের নৈমিত্তিক ছুটি নেন প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এরপর ১ অক্টোবর কর্মক্ষেত্রে তাঁর যোগদানের কথা থাকলেও এক বছরে তিনি আসেননি। অনেক দিন প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি বারবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’
বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে জানার জন্য তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শিবালয় উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এলিসা আফরিন খানম বলেন, ‘তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অনুপস্থিত থাকার বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। সর্বশেষ চলতি মাসের ১৭ সেপ্টেম্বর অনুপস্থিত ওই প্রধান শিক্ষিকাকে কৈফিয়ত তলব করে চিঠি দেওয়া হয়েছে।’
এ বিষয়ে কথা বলতে মানিকগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমি আড়াইমাস হলো মানিকগঞ্জে এসেছি। বিষয়টি জেনে ঢাকা বিভাগীয় পরিচালক বরাবর লিখিতভাবে জানিয়েছি। অনেক দিন তিনি স্কুলে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।’
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২০ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
২৯ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ ঘণ্টা আগে