ঢামেক প্রতিবেদক
রাজধানীর খিলগাঁওয়ে রেল দুর্ঘটনায় তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদের পায়ের ক্ষতিগ্রস্ত আঙুলগুলোতে অস্ত্রোপচার সফলভাবে হয়েছে। এর ফলে কোনো কিছুর সাহায্য ছাড়াই তিনি হাঁটতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল বলেন, ‘ভালো আছেন আনু মুহাম্মদ। আশা করছি তিনি কোনো কিছুর সহায়তা ছাড়া এবং জুতা মোজা পরেই হাঁটাচলা করতে পারবেন।’
এ চিকিৎসক আরও বলেন, ‘গত রোববার আনু মুহাম্মদের পায়ের অস্ত্রোপচার করা হয়। বাম পায়ের বৃদ্ধা আঙুল থেকে চারটা আঙুলের শুধু একটু হাড় বের হয়ে আছে। ছোট আঙুলও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর পায়ের ঊরু থেকে চামড়া নিয়ে রিপেয়ারিং করা হয়েছে। ডান পায়ের বৃদ্ধাঙুলের শুধু নখ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আশা করি ঠিক হয়ে যাবে। আগামী বৃহস্পতিবার আবার ড্রেসিং করা হবে।’
হাসপাতালে আনু মুহাম্মদের সঙ্গে রয়েছেন মাহাতাব উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার চিকিৎসকেরা বাম পায়ের ক্ষতিগ্রস্ত পাঁচটি ও ডান পায়ের একটি আঙুলে অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকেরা বলেছেন সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। আগামী বৃহস্পতিবার পায়ের ব্যান্ডেজগুলো খুলে দেখে নিশ্চিত হওয়া যাবে বলে চিকিৎসকেরা বলেছেন।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকের পরামর্শে আনু মুহাম্মদ স্যারকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন জুতা-মোজা পরে আগের মতো হাঁটতে পারবেন তিনি।’
এর আগে গত রোববার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাম পায়ের পাঁচটি আঙুল কাটা পড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের (৬০)। এরপরই তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে।
রাজধানীর খিলগাঁওয়ে রেল দুর্ঘটনায় তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদের পায়ের ক্ষতিগ্রস্ত আঙুলগুলোতে অস্ত্রোপচার সফলভাবে হয়েছে। এর ফলে কোনো কিছুর সাহায্য ছাড়াই তিনি হাঁটতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল বলেন, ‘ভালো আছেন আনু মুহাম্মদ। আশা করছি তিনি কোনো কিছুর সহায়তা ছাড়া এবং জুতা মোজা পরেই হাঁটাচলা করতে পারবেন।’
এ চিকিৎসক আরও বলেন, ‘গত রোববার আনু মুহাম্মদের পায়ের অস্ত্রোপচার করা হয়। বাম পায়ের বৃদ্ধা আঙুল থেকে চারটা আঙুলের শুধু একটু হাড় বের হয়ে আছে। ছোট আঙুলও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর পায়ের ঊরু থেকে চামড়া নিয়ে রিপেয়ারিং করা হয়েছে। ডান পায়ের বৃদ্ধাঙুলের শুধু নখ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আশা করি ঠিক হয়ে যাবে। আগামী বৃহস্পতিবার আবার ড্রেসিং করা হবে।’
হাসপাতালে আনু মুহাম্মদের সঙ্গে রয়েছেন মাহাতাব উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার চিকিৎসকেরা বাম পায়ের ক্ষতিগ্রস্ত পাঁচটি ও ডান পায়ের একটি আঙুলে অস্ত্রোপচার করেছেন। চিকিৎসকেরা বলেছেন সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। আগামী বৃহস্পতিবার পায়ের ব্যান্ডেজগুলো খুলে দেখে নিশ্চিত হওয়া যাবে বলে চিকিৎসকেরা বলেছেন।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসকের পরামর্শে আনু মুহাম্মদ স্যারকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন জুতা-মোজা পরে আগের মতো হাঁটতে পারবেন তিনি।’
এর আগে গত রোববার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাম পায়ের পাঁচটি আঙুল কাটা পড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের (৬০)। এরপরই তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
১ মিনিট আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৯ মিনিট আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
২১ মিনিট আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
১ ঘণ্টা আগে