টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ ও আসামিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানা সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আজিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লালন নামের এক আসামির ডিএনএ পরীক্ষা করার জন্য ঢাকায় যান। সেখান থেকে ফেরার পথে গোলাবাড়ীতে পৌঁছালে তাঁদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই নয়নপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল নুরুল ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যান ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া আসামি লালন মিয়া। গুরুতর আহত উপপরিদর্শক আজিজুল ইসলাম, ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া অপর আসামি আব্দুল লতিফ ও চালক সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত কনস্টেবল সোহেল রানা টাঙ্গাইলের ঘাটাইলের এবং নুরুল ইসলাম ময়মনসিংহ সদরের দাপুনিয়া গ্রামের বাসিন্দা। নিহত আসামি লালন মিয়া জামালপুর উপজেলা সদরের রশিদপুর ইউনিয়নের গজারিয়াটা গ্রামের বাসিন্দা।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বলেন, ‘কনস্টেবল সোহেল রানার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং কনস্টেবল নজরুল ইসলাম ও আসামি লালন মিয়ার মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘লালন মিয়া ও আব্দুল লতিফ নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার হওয়া হাজতি আসামি। ডিএনএ পরীক্ষার জন্য গতকাল সোমবার সকালে একটি গাড়ি ভাড়া করে তাঁদের ঢাকায় পাঠানো হয়েছিল। উপপরিদর্শক আজিজুল ইসলাম তাঁদের ডিএনএ পরীক্ষা শেষে নারায়ণপুর পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ ও আসামিসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর থানা সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আজিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লালন নামের এক আসামির ডিএনএ পরীক্ষা করার জন্য ঢাকায় যান। সেখান থেকে ফেরার পথে গোলাবাড়ীতে পৌঁছালে তাঁদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই নয়নপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল নুরুল ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যান ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া আসামি লালন মিয়া। গুরুতর আহত উপপরিদর্শক আজিজুল ইসলাম, ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া অপর আসামি আব্দুল লতিফ ও চালক সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত কনস্টেবল সোহেল রানা টাঙ্গাইলের ঘাটাইলের এবং নুরুল ইসলাম ময়মনসিংহ সদরের দাপুনিয়া গ্রামের বাসিন্দা। নিহত আসামি লালন মিয়া জামালপুর উপজেলা সদরের রশিদপুর ইউনিয়নের গজারিয়াটা গ্রামের বাসিন্দা।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বলেন, ‘কনস্টেবল সোহেল রানার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং কনস্টেবল নজরুল ইসলাম ও আসামি লালন মিয়ার মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘লালন মিয়া ও আব্দুল লতিফ নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার হওয়া হাজতি আসামি। ডিএনএ পরীক্ষার জন্য গতকাল সোমবার সকালে একটি গাড়ি ভাড়া করে তাঁদের ঢাকায় পাঠানো হয়েছিল। উপপরিদর্শক আজিজুল ইসলাম তাঁদের ডিএনএ পরীক্ষা শেষে নারায়ণপুর পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
বাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
২৪ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১ ঘণ্টা আগে