সাভার (ঢাকা) প্রতিনিধি
স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপদেষ্টাসহ যারা আছেন তাদের যতটা সক্রিয়ভাবে কাজ করার কথা, তাদের সেভাবে দেখা যায় না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। আজ মঙ্গলবার সকালে নানা অভিযোগে সাভারের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, ‘সবচেয়ে অ্যাকটিভ উপদেষ্টা হওয়া দরকার ছিল স্বাস্থ্য উপদেষ্টার। যে অফিস অফিসে করবে না, হাসপাতালে করবে। যে প্রত্যেকটা হাসপাতালে হাসপাতালে দৌড়ে বেড়াবে। আমরা ছাত্র, আমাদের আর্থিক সংকট আছে, আমরা চাইলেই একটা গাড়ি সব সময় পাই না, ব্যবস্থা করতে পারি না। চাইলেই সব সময় টাকা ব্যবস্থা করতে পারি না। আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবী আছে, তারা দিন-রাত পরিশ্রম করছে। তাদের পরিবারের মানুষের সঙ্গে তাদের রাগ। তারা পরিবারে থাকে না, বাইরে থাকে তাই রাগারাগি হয়। কিন্তু এই জিনিসগুলো দেখে থাকতে পারে না বিধায় তারা এসেছে।’
তিনি আরও বলেন, ‘এই কাজগুলো করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই জায়গাগুলোতে স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা দৌড়ে বেড়াবেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বারবার বলেছি, তাদের আসলে যতটা অ্যাক্টিভভাবে কাজ করার কথা, সেভাবে দেখতে পাই না। আমরা এই চেহারা আর দেখতে চাই না।’
সারজিস আলম বলেন, ‘কেন আমরা আসব? দুই মাস আড়াই মাস হয়ে যাচ্ছে, একজনও কেন বলবে তারা সরকারের কোনো আর্থিক সহযোগিতা পায় নাই। একটা রাষ্ট্রে একটা মন্ত্রণালয়ের ১০০ কোটি টাকা খুব বড় ব্যাপার? আহত যারা আছে, তাদের যদি ১ লাখ করে টাকা দেই, তাহলে কি ১০০ কোটি টাকা লাগবে, তাহলে কেন আমার আহত ভাইয়েরা এই কথা বলবে।’
তিনি আরও বলেন, ‘যতটুকু সম্ভব, যত দ্রুত সম্ভব প্রতিটি জায়গায় যেতে হবে। যে হাসপাতালে পড়ে আছে, সে তো যেতে পারবে না, তাই আপনাদের যেতে হবে। টিম ভাগ করে দেন। আমাদের দাবি থাকবে, যত দ্রুত সম্ভব অ্যাক্টিভলি তাদের কাছে যেতে হবে। দ্রুত যাতে তাদের কাছে ফান্ড পৌঁছে দেওয়া হয়। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতিটি জায়গায় আমাদের ছুটে যেতে হবে। আমরা যেখানে যেতে পেরেছি, কথা বলেছি। যেখানে যেতে পারিনি, সোশ্যাল মিডিয়ায় বলেছি। আমরা আমাদের জায়গা থেকে সবখানে যাব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত প্রায় অর্ধশতাধিক রোগী সাভারের সিআরপিতে চিকিৎসা নিচ্ছেন। তাদের কাছ থেকে পাওয়া নানা অভিযোগের ব্যাপারে খবর নিতেই সিআরপিতে গিয়েছিলেন সারজিস আলম ও শিক্ষার্থীদের একটি দল। অব্যবস্থাপনা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, নোংরা পরিবেশসহ নানা অভিযোগ ছিল সিআরপির বিরুদ্ধে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপদেষ্টাসহ যারা আছেন তাদের যতটা সক্রিয়ভাবে কাজ করার কথা, তাদের সেভাবে দেখা যায় না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। আজ মঙ্গলবার সকালে নানা অভিযোগে সাভারের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, ‘সবচেয়ে অ্যাকটিভ উপদেষ্টা হওয়া দরকার ছিল স্বাস্থ্য উপদেষ্টার। যে অফিস অফিসে করবে না, হাসপাতালে করবে। যে প্রত্যেকটা হাসপাতালে হাসপাতালে দৌড়ে বেড়াবে। আমরা ছাত্র, আমাদের আর্থিক সংকট আছে, আমরা চাইলেই একটা গাড়ি সব সময় পাই না, ব্যবস্থা করতে পারি না। চাইলেই সব সময় টাকা ব্যবস্থা করতে পারি না। আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবী আছে, তারা দিন-রাত পরিশ্রম করছে। তাদের পরিবারের মানুষের সঙ্গে তাদের রাগ। তারা পরিবারে থাকে না, বাইরে থাকে তাই রাগারাগি হয়। কিন্তু এই জিনিসগুলো দেখে থাকতে পারে না বিধায় তারা এসেছে।’
তিনি আরও বলেন, ‘এই কাজগুলো করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই জায়গাগুলোতে স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা দৌড়ে বেড়াবেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বারবার বলেছি, তাদের আসলে যতটা অ্যাক্টিভভাবে কাজ করার কথা, সেভাবে দেখতে পাই না। আমরা এই চেহারা আর দেখতে চাই না।’
সারজিস আলম বলেন, ‘কেন আমরা আসব? দুই মাস আড়াই মাস হয়ে যাচ্ছে, একজনও কেন বলবে তারা সরকারের কোনো আর্থিক সহযোগিতা পায় নাই। একটা রাষ্ট্রে একটা মন্ত্রণালয়ের ১০০ কোটি টাকা খুব বড় ব্যাপার? আহত যারা আছে, তাদের যদি ১ লাখ করে টাকা দেই, তাহলে কি ১০০ কোটি টাকা লাগবে, তাহলে কেন আমার আহত ভাইয়েরা এই কথা বলবে।’
তিনি আরও বলেন, ‘যতটুকু সম্ভব, যত দ্রুত সম্ভব প্রতিটি জায়গায় যেতে হবে। যে হাসপাতালে পড়ে আছে, সে তো যেতে পারবে না, তাই আপনাদের যেতে হবে। টিম ভাগ করে দেন। আমাদের দাবি থাকবে, যত দ্রুত সম্ভব অ্যাক্টিভলি তাদের কাছে যেতে হবে। দ্রুত যাতে তাদের কাছে ফান্ড পৌঁছে দেওয়া হয়। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতিটি জায়গায় আমাদের ছুটে যেতে হবে। আমরা যেখানে যেতে পেরেছি, কথা বলেছি। যেখানে যেতে পারিনি, সোশ্যাল মিডিয়ায় বলেছি। আমরা আমাদের জায়গা থেকে সবখানে যাব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত প্রায় অর্ধশতাধিক রোগী সাভারের সিআরপিতে চিকিৎসা নিচ্ছেন। তাদের কাছ থেকে পাওয়া নানা অভিযোগের ব্যাপারে খবর নিতেই সিআরপিতে গিয়েছিলেন সারজিস আলম ও শিক্ষার্থীদের একটি দল। অব্যবস্থাপনা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, নোংরা পরিবেশসহ নানা অভিযোগ ছিল সিআরপির বিরুদ্ধে।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৫ ঘণ্টা আগে