বিমানবন্দরে টিকিট কালোবাজারি দুজন গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ১৪: ২২
আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৫: ২১

রাজধানীর বিমানবন্দর থেকে রেলের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইলিয়াস (৫৯) ও মো. নিজাম উদ্দিন (৩৫)। র‍্যাব-১-এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. পারভেজ রানা আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এএসপি পারভেজ রানা বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর স্টেশনের সামনে থেকে বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় টিকিট কালোবাজারি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে দুটি কালোবাজারির টিকিট, নগদ ১০ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।’

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মৃত মীর হোসেনের ছেলে ইলিয়াস এবং চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মৃত ডাক্তার ছদুল্লাহর ছেলে নিজাম উদ্দিন।

এএসপি পারভেজ বলেন, ‘গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে টিকিট সংগ্রহ করে কাউন্টার ছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রি করে আসছিলেন।’

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত