ঘিওরে ইছামতী নদীতে নৌকাবাইচ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ২২: ২৫
Thumbnail image

মানিকগঞ্জের ঘিওরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার গাংডুবি বানজান এলাকায় ইছামতী শাখা নদীতে এ প্রতিযোগিতা হয়। 

স্থানীয় গ্রামবাসীর আয়োজনে প্রতিযোগিতায় শিশু-কিশোর, নারী-পুরুষ ও বৃদ্ধ–নির্বিশেষে হাজার হাজার মানুষ উপভোগ করেন। এ সময় নদীর পারে ভাসমান বিভিন্ন খাবারের পসরা নিয়ে বসে মানুষ। প্রতিযোগিতায় ছোট-বড় মিলে ২০টি নৌকা অংশ নেয়। 

শেষে বিজয়ীদের টেলিভিশন, মোবাইল ফোন, চার্জার লাইট, কলসসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম হয় কোচকান্দি গ্রামের ‘গায়েন বাড়ি’ নৌকা। 

পুরস্কার প্রদান করেন যুবদলের কেন্দ্রীয় নেতা গাজী হাবিব হাসান রিন্টু, জেলা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল মাহমুদ, বিল্লাল মেম্বার, মো.  স্বপন,  মোকাররম হোসেন,  ফারুক হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত