সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
এক বছর আগে প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে টাঙ্গাইলের সখীপুরে আসেন শাহনাজ খাতুন (২৫) নামের এক নারী। এসে উপজেলার কুতুবপুর গ্রামের আমির আলীর ছেলে আলামিনকে (২৮) বিয়ে করেন। প্রায় এক মাস আগে ৯ মাসের অন্তঃসত্ত্বা শাহনাজকে একটি ভাড়া বাসায় রেখে প্রেমিক স্বামী আলামিন এখন পলাতক।
এদিকে সম্প্রতি শাহনাজ ছেলে সন্তান প্রসব করেছেন। স্বামীকে ছাড়া ১৪ দিন বয়সী ওই নবজাতককে নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন তিনি। ভারত থেকে আসার সময় বাবার বাড়ি থেকে চার লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে এসেছিলেন, সেগুলোও নিয়ে গেছেন আলামিন।
এ ঘটনায় গতকাল সোমবার শাহনাজ খাতুন বাদী হয়ে সখীপুর থানায় স্বামী আলামিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি পশ্চিমবঙ্গ প্রদেশের সাত্তোর গ্রামের শাহজাহান আলীর মেয়ে বলে জানিয়েছেন।
লিখিত অভিযোগ ও শাহনাজের সঙ্গে কথা বলে জানা গেছে, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামের আলামিনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মেয়ে শাহনাজের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় আলামিন বিবাহিত ও দুই সন্তানের জনক এ কথাটি গোপন রেখে শাহনাজের সঙ্গে প্রেম চালিয়ে যান। একপর্যায়ে শাহনাজ ভারতের পশ্চিমবঙ্গ থেকে ২০২৩ সালের ২১ এপ্রিলে টাঙ্গাইলের সখীপুর চলে আসেন।
এ দিকে আলামিন বিষয়টি বাড়িতে কাউকে না জানিয়ে শাহনাজকে উপজেলার বড়চওনা এলাকায় একটি ভাড়া বাসায় রেখে বিয়ে করেন। একপর্যায়ে শাহনাজ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ১৪ দিন আগে ছেলে সন্তান জন্ম দিয়েছেন তিনি। কিন্তু স্বামী আলামিন তাঁকে রেখে পালিয়ে যাওয়ায় নবজাতককে নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন তিনি। পরে উপায়ান্তর না দেখে গতকাল সোমবার সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী নারী শাহনাজ আজকের পত্রিকাকে বলেন, ‘ভারত থেকে আসার সময় বাবার বাড়ি থেকে চুরি করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে এসেছিলাম। আলামিন ওই টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পর থেকেই আমাকে মারধর শুরু করে। আমি জানতাম না সে নেশা করে। আমি তাঁকে বিশ্বাস করেছিলাম। আমি এখন দেশেও ফিরে যেতে পারব না।’
তিনি আরও বলেন, ‘আপনারা আলামিনকে দিয়ে শুধু আমার সন্তানের ভরণপোষণের ব্যবস্থা করে দেন। কোনো ব্যবস্থা না হলে, আমি আর আমার ছেলে মরে যাব। তারপরও দেশে ফিরে যেতে পারব না।’
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় ওই নারী ও তাঁর শিশুসন্তানের খোঁজখবর নেওয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও এ বিষয়ে তদারকি করতে অনুরোধ করেছি। আমরা তাঁর স্বামী আলামিনকে খুঁজে বের করব।’
এক বছর আগে প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে টাঙ্গাইলের সখীপুরে আসেন শাহনাজ খাতুন (২৫) নামের এক নারী। এসে উপজেলার কুতুবপুর গ্রামের আমির আলীর ছেলে আলামিনকে (২৮) বিয়ে করেন। প্রায় এক মাস আগে ৯ মাসের অন্তঃসত্ত্বা শাহনাজকে একটি ভাড়া বাসায় রেখে প্রেমিক স্বামী আলামিন এখন পলাতক।
এদিকে সম্প্রতি শাহনাজ ছেলে সন্তান প্রসব করেছেন। স্বামীকে ছাড়া ১৪ দিন বয়সী ওই নবজাতককে নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন তিনি। ভারত থেকে আসার সময় বাবার বাড়ি থেকে চার লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে এসেছিলেন, সেগুলোও নিয়ে গেছেন আলামিন।
এ ঘটনায় গতকাল সোমবার শাহনাজ খাতুন বাদী হয়ে সখীপুর থানায় স্বামী আলামিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি পশ্চিমবঙ্গ প্রদেশের সাত্তোর গ্রামের শাহজাহান আলীর মেয়ে বলে জানিয়েছেন।
লিখিত অভিযোগ ও শাহনাজের সঙ্গে কথা বলে জানা গেছে, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামের আলামিনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মেয়ে শাহনাজের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় আলামিন বিবাহিত ও দুই সন্তানের জনক এ কথাটি গোপন রেখে শাহনাজের সঙ্গে প্রেম চালিয়ে যান। একপর্যায়ে শাহনাজ ভারতের পশ্চিমবঙ্গ থেকে ২০২৩ সালের ২১ এপ্রিলে টাঙ্গাইলের সখীপুর চলে আসেন।
এ দিকে আলামিন বিষয়টি বাড়িতে কাউকে না জানিয়ে শাহনাজকে উপজেলার বড়চওনা এলাকায় একটি ভাড়া বাসায় রেখে বিয়ে করেন। একপর্যায়ে শাহনাজ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ১৪ দিন আগে ছেলে সন্তান জন্ম দিয়েছেন তিনি। কিন্তু স্বামী আলামিন তাঁকে রেখে পালিয়ে যাওয়ায় নবজাতককে নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন তিনি। পরে উপায়ান্তর না দেখে গতকাল সোমবার সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী নারী শাহনাজ আজকের পত্রিকাকে বলেন, ‘ভারত থেকে আসার সময় বাবার বাড়ি থেকে চুরি করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে এসেছিলাম। আলামিন ওই টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পর থেকেই আমাকে মারধর শুরু করে। আমি জানতাম না সে নেশা করে। আমি তাঁকে বিশ্বাস করেছিলাম। আমি এখন দেশেও ফিরে যেতে পারব না।’
তিনি আরও বলেন, ‘আপনারা আলামিনকে দিয়ে শুধু আমার সন্তানের ভরণপোষণের ব্যবস্থা করে দেন। কোনো ব্যবস্থা না হলে, আমি আর আমার ছেলে মরে যাব। তারপরও দেশে ফিরে যেতে পারব না।’
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় ওই নারী ও তাঁর শিশুসন্তানের খোঁজখবর নেওয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও এ বিষয়ে তদারকি করতে অনুরোধ করেছি। আমরা তাঁর স্বামী আলামিনকে খুঁজে বের করব।’
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৮ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৯ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৯ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৯ ঘণ্টা আগে