অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইনে স্বামীর সঙ্গে অভিমান করে ১৭ মাস আত্মগোপনে ছিলেন রুমা আক্তার নামের এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার তাঁকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘১৭ মাস আগে অভিমান করে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান গৃহবধূ রুমা। তাঁকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।’
রুমা মিঠামইন উপজেলা সদর ইউনিয়নের নবাবপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে। ২০২০ সালে রুমার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার গোপদীঘি ইউনিয়নের ধলাই গ্রামের মো. হক সাবেরের।
থানা-পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর রাত ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী সাবেরের সঙ্গে ঝগড়া হয় রুমার। ওই রাতেই বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান রুমা। পরদিন দুপুর দেড়টার দিকে সাবের শ্বশুর বাড়িতে গিয়ে ঘটনাটি জানান।
অনেক খোঁজাখুঁজি করে রুমাকে কোথাও পাওয়া যায়নি। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মিঠামইন থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা আবদুল খালেক।
মিঠামইন থানা-পুলিশ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার কদমতলি এলাকার জসিম নামের এক ব্যক্তির বাসা থেকে রুমাকে উদ্ধার করে। সেখানে তিনি বুয়ার কাজ করতেন বলে জানায় পুলিশ।
কিশোরগঞ্জের মিঠামইনে স্বামীর সঙ্গে অভিমান করে ১৭ মাস আত্মগোপনে ছিলেন রুমা আক্তার নামের এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার তাঁকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘১৭ মাস আগে অভিমান করে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান গৃহবধূ রুমা। তাঁকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।’
রুমা মিঠামইন উপজেলা সদর ইউনিয়নের নবাবপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে। ২০২০ সালে রুমার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার গোপদীঘি ইউনিয়নের ধলাই গ্রামের মো. হক সাবেরের।
থানা-পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর রাত ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী সাবেরের সঙ্গে ঝগড়া হয় রুমার। ওই রাতেই বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান রুমা। পরদিন দুপুর দেড়টার দিকে সাবের শ্বশুর বাড়িতে গিয়ে ঘটনাটি জানান।
অনেক খোঁজাখুঁজি করে রুমাকে কোথাও পাওয়া যায়নি। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মিঠামইন থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা আবদুল খালেক।
মিঠামইন থানা-পুলিশ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার কদমতলি এলাকার জসিম নামের এক ব্যক্তির বাসা থেকে রুমাকে উদ্ধার করে। সেখানে তিনি বুয়ার কাজ করতেন বলে জানায় পুলিশ।
আমরণ অনশনের ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবুও ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনড় তাঁরা। শিক্ষার্থীদের সাফ কথা, ‘এক দফা দাবি বাস্তবায়ন না হলে আমরা অনশন থেকে সরব না। প্রয়োজন হলে আমাদের এখানে মৃত্যু হবে।’
৩ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ চুরির মামলাটি পিবিআই থেকে দুদকে হস্তান্তর করা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ মিনিট আগেবরিশালের আগৈলঝাড়ায় র্যাব-৮-এর সদস্যদের মাদকবিরোধী অভিযানে গুলিতে নিহত সিয়াম মোল্লা কলেজছাত্র। সে মাদকসেবী বা মাদক কারবারি নয় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। নিহতের পর তার গ্রামের বাড়ি উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে। এলাকায় মানুষজন নেই বললেই চলে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন
১১ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের তালা ভেঙে প্রবেশ করেছেন আন্দোলনরত নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২০-২৫ জন শিক্ষার্থীর একটি দল হলের তালা ভেঙে প্রবেশ করেন।
১৬ মিনিট আগে