Ajker Patrika

স্বামীর সঙ্গে অভিমান করে ১৭ মাস আত্মগোপনে গৃহবধূ, চট্টগ্রাম থেকে উদ্ধার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৩০
স্বামীর সঙ্গে অভিমান করে ১৭ মাস আত্মগোপনে গৃহবধূ, চট্টগ্রাম থেকে উদ্ধার

কিশোরগঞ্জের মিঠামইনে স্বামীর সঙ্গে অভিমান করে ১৭ মাস আত্মগোপনে ছিলেন রুমা আক্তার নামের এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার তাঁকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘১৭ মাস আগে অভিমান করে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান গৃহবধূ রুমা। তাঁকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রুমা মিঠামইন উপজেলা সদর ইউনিয়নের নবাবপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে। ২০২০ সালে রুমার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার গোপদীঘি ইউনিয়নের ধলাই গ্রামের মো. হক সাবেরের।

থানা-পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর রাত ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী সাবেরের সঙ্গে ঝগড়া হয় রুমার। ওই রাতেই বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান রুমা। পরদিন দুপুর দেড়টার দিকে সাবের শ্বশুর বাড়িতে গিয়ে ঘটনাটি জানান।

অনেক খোঁজাখুঁজি করে রুমাকে কোথাও পাওয়া যায়নি। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মিঠামইন থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা আবদুল খালেক।

মিঠামইন থানা-পুলিশ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার কদমতলি এলাকার জসিম নামের এক ব্যক্তির বাসা থেকে রুমাকে উদ্ধার করে। সেখানে তিনি বুয়ার কাজ করতেন বলে জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত