নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার পেট ফেটে বেরিয়ে আসা শিশু ফাতেমা ও তার পরিবারের ভরণ পোষণের জন্য সঞ্চয়পত্র কিনে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা প্রশাসকের কাছে থাকা ১৩ লাখ ৫২ হাজার টাকা দিয়ে এ সঞ্চয়পত্র কিনতে বলা হয়েছে।
একই সঙ্গে ট্রাস্টি বোর্ডকেও ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আর ওই টাকা দিয়েও সঞ্চয়পত্র কিনে দিতে বলেছেন আদালত।
যাতে সঞ্চয়পত্রের লভ্যাংশ দিয়ে শিশু ফাতেমা, তার দুই ভাই-বোন ও দাদির ব্যয় নির্বাহ করা যায়।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ‘শিশু ফাতেমার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া ১৩ লাখ ৫২ হাজার টাকা ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে রয়েছে। এ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে দিতে নির্দেশ দিয়েছেন। আমাদের বলেছেন, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডে আবেদন করতে। আর আবেদনের ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডকে ক্ষতিপূরণ দিতে বলেছেন আদালত।’
গত বছরের ১৬ জুলাই বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালের কোর্ট ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী জাহাঙ্গীর আলম ও ছয় বছর বয়সী মেয়েকে সঙ্গে করে স্থানীয় একটি ক্লিনিকে যাচ্ছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা ত্রিশালের রায়মনি গ্রামের রত্না বেগম (৩০)। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। তবে ট্রাকের চাকার চাপায় রত্নার শরীরের অর্ধাংশ থেঁতলে গেলেও পেট ফেটে বেরিয়ে পড়া শিশুটি বেঁচে যায়।
এই শিশুর বয়স ১৮ বছর পর্যন্ত যাবতীয় খরচ রাষ্ট্রকে বহনের নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই রিট করা হয়।
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার পেট ফেটে বেরিয়ে আসা শিশু ফাতেমা ও তার পরিবারের ভরণ পোষণের জন্য সঞ্চয়পত্র কিনে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা প্রশাসকের কাছে থাকা ১৩ লাখ ৫২ হাজার টাকা দিয়ে এ সঞ্চয়পত্র কিনতে বলা হয়েছে।
একই সঙ্গে ট্রাস্টি বোর্ডকেও ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আর ওই টাকা দিয়েও সঞ্চয়পত্র কিনে দিতে বলেছেন আদালত।
যাতে সঞ্চয়পত্রের লভ্যাংশ দিয়ে শিশু ফাতেমা, তার দুই ভাই-বোন ও দাদির ব্যয় নির্বাহ করা যায়।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রিটকারী আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ‘শিশু ফাতেমার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া ১৩ লাখ ৫২ হাজার টাকা ময়মনসিংহের জেলা প্রশাসকের কাছে রয়েছে। এ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনে দিতে নির্দেশ দিয়েছেন। আমাদের বলেছেন, রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডে আবেদন করতে। আর আবেদনের ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডকে ক্ষতিপূরণ দিতে বলেছেন আদালত।’
গত বছরের ১৬ জুলাই বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশালের কোর্ট ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী জাহাঙ্গীর আলম ও ছয় বছর বয়সী মেয়েকে সঙ্গে করে স্থানীয় একটি ক্লিনিকে যাচ্ছিলেন নয় মাসের অন্তঃসত্ত্বা ত্রিশালের রায়মনি গ্রামের রত্না বেগম (৩০)। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। তবে ট্রাকের চাকার চাপায় রত্নার শরীরের অর্ধাংশ থেঁতলে গেলেও পেট ফেটে বেরিয়ে পড়া শিশুটি বেঁচে যায়।
এই শিশুর বয়স ১৮ বছর পর্যন্ত যাবতীয় খরচ রাষ্ট্রকে বহনের নির্দেশনা চেয়ে গত ১৮ জুলাই রিট করা হয়।
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। আজ সোমবার বেলা পৌনে ২টায় ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়।
১ মিনিট আগেশ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বহনকারী একটি পিকআপ উল্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেতিন বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ের পর রংপুরের গঙ্গাচড়া বড়বিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন শামছুল হুদা। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
১৩ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করা নাবিল হোসেন (২২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাঁকে আটক করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
১৪ মিনিট আগে