প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে প্রথম বর্ষের ক্লাস শুরুর প্রত্যাশা জবির

জবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৪১
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৪৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ২০ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর পরিকল্পনা করেছে প্রশাসন। এদিন বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ শুক্রবার নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু নিয়ে এক ফোনালাপে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। 

উপাচার্য রেজাউল করিম বলেন, ‘গুচ্ছের কমিটি একটা মিটিং করেছে, সে মিটিংয়ের সিদ্ধান্ত রেজল্যুশন হয়ে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আজ আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা মিটিং করেছি। এই দুই মিটিংয়ের সিদ্ধান্ত রেজুলেশন হয়ে আসলে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’ 

উপাচার্য আরও বলেন, ‘ইনশা আল্লাহ ২০ অক্টোবর থেকে নতুন বর্ষের ক্লাস শুরু হবে। এদিন একটা চমৎকার বিষয় ঘটেছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। আবার নতুন যারা আসবে তারা ১৯তম ব্যাচের শিক্ষার্থী। নতুন শিক্ষার্থীদের জন্য আশা করব, ভালো একটি দিন হবে।’ 

এর আগে বৃহস্পতিবার রাতে উপাচার্য রেজাউল করিম নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। পোস্টটি হলো ‘যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে (২০। ১০। ২০২৪) প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত