গোপালগঞ্জ প্রতিনিধি
রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সিদ্দিকুর রহমান সরকার বলেছেন, ‘১৯৫৬ সালে ঢাকা শহরকে নিয়ে পরিকল্পনা করা হয়েছিল। সেভাবে রাজউক কাজ করে আসছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন পরিকল্পনা করা হয়েছে। ঢাকাকে আটটা জোনে ভাগ করা হবে। ঢাকা শহরের আউটার যে এলাকাগুলো আছে, সেখানে আমাদের অফিসারদের প্ল্যান করে ডিস্ট্রিবিউট করা হবে।’
আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সিদ্দিকুর রহমান বলেন, ‘রাজউকের যেসব ইমারত বর্তমানে হচ্ছে, তার মধ্যে অনেক দৃষ্টিনন্দন হচ্ছে গ্লাসের বিল্ডিংগুলো। আমাদের দেশে যে গরম, এর জন্য এটাও একটা কারণ। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে গাছ লাগানো, ছাদবাগান করা এবং রাস্তাঘাটগুলো প্রশস্ত করার প্ল্যান আমরা করে ফেলেছি।
‘সেই অনুযায়ী ঢাকা শহরে যে সার্কুলার রোড প্রধানমন্ত্রীর প্ল্যানে আছে, সে অনুযায়ী ইস্ট ওয়েস্ট রাস্তাগুলো আমরা করব। যাতে আমাদের ট্রাফিক ফ্লো ও জনগণ যারা থাকবে, যারা স্বল্প টাকার বিল্ডিং করবে এবং যারা অভিজাত এলাকায় থাকবে সবাই সমান সুযোগ পায়। আর সেদিকে লক্ষ রেখেই আমরা কাজ শুরু করব। আমি আশা করি, রাজউকে যারা আছেন, তাঁরা প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাবেন ইনশা আল্লাহ।’
প্লট নিয়ে অনিয়ম-দুর্নীতির বিষয়ে রাজউক চেয়ারম্যান বলেন, ‘রাজউক সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগগুলো নিয়ে আইনগত দিক থেকে রাজউক ও মন্ত্রণালয়ের বোর্ড সমাধান করছে। যাদের প্লট দেওয়া হয়েছে, আইনের দৃষ্টিতে সুষ্ঠুভাবে দেওয়া হয়েছে। যদি কোনো অনিয়ম থাকে, তাহলে সে বিষয়ে আমরা অভিযোগ পেলে পদক্ষেপ গ্রহণ করব।’
এর আগে রাজউকের নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সিদ্দিকুর রহমান সরকার বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এ সময় রাজউকের কর্মকর্তা-কর্মচারী ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সিদ্দিকুর রহমান সরকার বলেছেন, ‘১৯৫৬ সালে ঢাকা শহরকে নিয়ে পরিকল্পনা করা হয়েছিল। সেভাবে রাজউক কাজ করে আসছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন পরিকল্পনা করা হয়েছে। ঢাকাকে আটটা জোনে ভাগ করা হবে। ঢাকা শহরের আউটার যে এলাকাগুলো আছে, সেখানে আমাদের অফিসারদের প্ল্যান করে ডিস্ট্রিবিউট করা হবে।’
আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সিদ্দিকুর রহমান বলেন, ‘রাজউকের যেসব ইমারত বর্তমানে হচ্ছে, তার মধ্যে অনেক দৃষ্টিনন্দন হচ্ছে গ্লাসের বিল্ডিংগুলো। আমাদের দেশে যে গরম, এর জন্য এটাও একটা কারণ। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে গাছ লাগানো, ছাদবাগান করা এবং রাস্তাঘাটগুলো প্রশস্ত করার প্ল্যান আমরা করে ফেলেছি।
‘সেই অনুযায়ী ঢাকা শহরে যে সার্কুলার রোড প্রধানমন্ত্রীর প্ল্যানে আছে, সে অনুযায়ী ইস্ট ওয়েস্ট রাস্তাগুলো আমরা করব। যাতে আমাদের ট্রাফিক ফ্লো ও জনগণ যারা থাকবে, যারা স্বল্প টাকার বিল্ডিং করবে এবং যারা অভিজাত এলাকায় থাকবে সবাই সমান সুযোগ পায়। আর সেদিকে লক্ষ রেখেই আমরা কাজ শুরু করব। আমি আশা করি, রাজউকে যারা আছেন, তাঁরা প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাবেন ইনশা আল্লাহ।’
প্লট নিয়ে অনিয়ম-দুর্নীতির বিষয়ে রাজউক চেয়ারম্যান বলেন, ‘রাজউক সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগগুলো নিয়ে আইনগত দিক থেকে রাজউক ও মন্ত্রণালয়ের বোর্ড সমাধান করছে। যাদের প্লট দেওয়া হয়েছে, আইনের দৃষ্টিতে সুষ্ঠুভাবে দেওয়া হয়েছে। যদি কোনো অনিয়ম থাকে, তাহলে সে বিষয়ে আমরা অভিযোগ পেলে পদক্ষেপ গ্রহণ করব।’
এর আগে রাজউকের নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সিদ্দিকুর রহমান সরকার বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এ সময় রাজউকের কর্মকর্তা-কর্মচারী ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে