বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার জামালপুরের নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে শিক্ষা অফিস।
আজ বুধবার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মৌখিক নির্দেশে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করতে হবে প্রধান শিক্ষককে।
নিয়ম অনুযায়ী ট্যাব পাওয়ার কথা নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের দুই নম্বর রোলের শিক্ষার্থী সাদিয়া খাতুনের। কিন্তু তার নাম তালিকাভুক্ত না করে প্রধান শিক্ষক মানবিক বিভাগের এক রোলের পূর্ণিমা বিশ্বাসের নাম তালিকাভুক্ত করে ট্যাব প্রদান করেন।
এই অনিয়মের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসলে তুমুল সমালোচনা শুরু হয়। বিষয়টি ইউএনওর দৃষ্টিগোচর হওয়ায় তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ওই প্রধান শিক্ষককে শোকজ করতে বলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব দ্রুত সময়ের মধ্যে মেধাবী শিক্ষার্থী সাদিয়া খাতুনের হাতে তুলে দেওয়ার নির্দেশ প্রদান করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা বলেন, ‘ইউএনও স্যারের মৌখিক নির্দেশে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছি এবং সাত কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। জবাব না দিলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া ট্যাবটি দ্রুত ফেরত এনে সাদিয়াকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি।’
ইউএনও রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাকে ট্যাব দেওয়া হয়েছে তার কাছ থেকে ফেরত এনে সাদিয়াকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক কেন এমন করলেন, সেটি জানার জন্য তাঁকে শোকজ করতে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে আমরা শক্ত ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
রাজবাড়ীর বালিয়াকান্দির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার জামালপুরের নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে শিক্ষা অফিস।
আজ বুধবার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মৌখিক নির্দেশে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করতে হবে প্রধান শিক্ষককে।
নিয়ম অনুযায়ী ট্যাব পাওয়ার কথা নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের দুই নম্বর রোলের শিক্ষার্থী সাদিয়া খাতুনের। কিন্তু তার নাম তালিকাভুক্ত না করে প্রধান শিক্ষক মানবিক বিভাগের এক রোলের পূর্ণিমা বিশ্বাসের নাম তালিকাভুক্ত করে ট্যাব প্রদান করেন।
এই অনিয়মের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসলে তুমুল সমালোচনা শুরু হয়। বিষয়টি ইউএনওর দৃষ্টিগোচর হওয়ায় তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ওই প্রধান শিক্ষককে শোকজ করতে বলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব দ্রুত সময়ের মধ্যে মেধাবী শিক্ষার্থী সাদিয়া খাতুনের হাতে তুলে দেওয়ার নির্দেশ প্রদান করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা বলেন, ‘ইউএনও স্যারের মৌখিক নির্দেশে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছি এবং সাত কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। জবাব না দিলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া ট্যাবটি দ্রুত ফেরত এনে সাদিয়াকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি।’
ইউএনও রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাকে ট্যাব দেওয়া হয়েছে তার কাছ থেকে ফেরত এনে সাদিয়াকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক কেন এমন করলেন, সেটি জানার জন্য তাঁকে শোকজ করতে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে আমরা শক্ত ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মানিকগঞ্জের ঘিওরে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রী লায়লা আরজুকে (৬০) গলা কেটে হত্যা করেছেন তাঁর স্বামী সেকেন্দার আলী (৬৬)। উপজেলার রাথুরা গ্রামে ১৫ জানুয়ারি গলা কেটে এক নারীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তাঁর স্বামী আদালতে জবানবন্দিতে এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
১১ মিনিট আগেরাজধানীর বনানীর বাসায় বাথরুমে ধূমপান করতে লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর অবস্থার অবনতি হয়েছে। তাঁকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল তাঁর চিকিৎসার জন্য ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়...
১১ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
৪০ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে