Ajker Patrika

বালিয়াকান্দিতে ট্যাব বিতরণে স্বজনপ্রীতি, প্রধান শিক্ষককে শোকজ

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
বালিয়াকান্দিতে ট্যাব বিতরণে স্বজনপ্রীতি, প্রধান শিক্ষককে শোকজ

রাজবাড়ীর বালিয়াকান্দির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলার জামালপুরের নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে শিক্ষা অফিস।

আজ বুধবার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মৌখিক নির্দেশে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করতে হবে প্রধান শিক্ষককে।

নিয়ম অনুযায়ী ট্যাব পাওয়ার কথা নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের দুই নম্বর রোলের শিক্ষার্থী সাদিয়া খাতুনের। কিন্তু তার নাম তালিকাভুক্ত না করে প্রধান শিক্ষক মানবিক বিভাগের এক রোলের পূর্ণিমা বিশ্বাসের নাম তালিকাভুক্ত করে ট্যাব প্রদান করেন।

এই অনিয়মের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসলে তুমুল সমালোচনা শুরু হয়। বিষয়টি ইউএনওর দৃষ্টিগোচর হওয়ায় তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ওই প্রধান শিক্ষককে শোকজ করতে বলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব দ্রুত সময়ের মধ্যে মেধাবী শিক্ষার্থী সাদিয়া খাতুনের হাতে তুলে দেওয়ার নির্দেশ প্রদান করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা বলেন, ‘ইউএনও স্যারের মৌখিক নির্দেশে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছি এবং সাত কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। জবাব না দিলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া ট্যাবটি দ্রুত ফেরত এনে সাদিয়াকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি।’

ইউএনও রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাকে ট্যাব দেওয়া হয়েছে তার কাছ থেকে ফেরত এনে সাদিয়াকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক কেন এমন করলেন, সেটি জানার জন্য তাঁকে শোকজ করতে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে আমরা শক্ত ব্যবস্থা গ্রহণ করব।’

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত