অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিশোরগঞ্জের হাওরবেষ্টিত তিন উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের ২৩টি ইউনিয়নে ২৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল সোমবার দুপুরে ১১টা থেকে আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
দুপুরের পর থেকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) প্রকৌশলী ও কর্মীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণে সোমবার বেলা ১১টা থেকে কিশোরগঞ্জ গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ রাখা হয়েছে। এতে হাওরাঞ্চলের তিন উপজেলার কয়েক লাখ মানুষ ২৮ ঘণ্টা ধরে অন্ধকারে রয়েছে।
এ দিকে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে হাওরাঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান কল-কারখানা, হাসপাতাল ও অটোরিকশা চার্জসহ বিভিন্ন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অধিকাংশ মোবাইল কোম্পানির সিম নেটওয়ার্কে বিঘ্ন ঘটায় যোগাযোগের ক্ষেত্রেও ভোগান্তির সম্মুখীন হচ্ছে।
মিঠামইন সদর ইউনিয়নের নাসরিন আক্তার বলেন, ‘দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ ও নেটওয়ার্ক না থাকা অনেক ভোগান্তির।’
এই বিষয়ে অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ অফিসের লোকজন লাইন পরীক্ষা করে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘হাওরে বিদ্যুৎ না থাকলে মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্ক থাকে না। এটা আরেক ভোগান্তির নাম। মোবাইল কোম্পানিগুলোর গ্রাহক সেবা বাড়ানো দরকার।’
এ বিষয়ে মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার কামাল উদদীন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের কারণে বিদ্যুৎ সরবরাহ লাইনে গাছ-গাছালি পড়া ও বৈদ্যুতিক পুল ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। আকাশের অবস্থা একটু ভালো হওয়ায়, আমরা চেষ্টা করছি দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে।’
পবিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের ২৪টি ইউনিয়নের ২৩টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করে মিঠামইন জোনাল অফিস। তিন উপজেলায় প্রায় ৭৪ হাজার গ্রাহকের, অষ্টগ্রামে প্রায় ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনা উপজেলার আংশিক জায়গায় ২০ হাজার গ্রাহক রয়েছে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিশোরগঞ্জের হাওরবেষ্টিত তিন উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের ২৩টি ইউনিয়নে ২৮ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল সোমবার দুপুরে ১১টা থেকে আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
দুপুরের পর থেকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) প্রকৌশলী ও কর্মীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণে সোমবার বেলা ১১টা থেকে কিশোরগঞ্জ গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ রাখা হয়েছে। এতে হাওরাঞ্চলের তিন উপজেলার কয়েক লাখ মানুষ ২৮ ঘণ্টা ধরে অন্ধকারে রয়েছে।
এ দিকে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে হাওরাঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান কল-কারখানা, হাসপাতাল ও অটোরিকশা চার্জসহ বিভিন্ন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অধিকাংশ মোবাইল কোম্পানির সিম নেটওয়ার্কে বিঘ্ন ঘটায় যোগাযোগের ক্ষেত্রেও ভোগান্তির সম্মুখীন হচ্ছে।
মিঠামইন সদর ইউনিয়নের নাসরিন আক্তার বলেন, ‘দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ ও নেটওয়ার্ক না থাকা অনেক ভোগান্তির।’
এই বিষয়ে অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ অফিসের লোকজন লাইন পরীক্ষা করে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘হাওরে বিদ্যুৎ না থাকলে মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্ক থাকে না। এটা আরেক ভোগান্তির নাম। মোবাইল কোম্পানিগুলোর গ্রাহক সেবা বাড়ানো দরকার।’
এ বিষয়ে মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার কামাল উদদীন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের কারণে বিদ্যুৎ সরবরাহ লাইনে গাছ-গাছালি পড়া ও বৈদ্যুতিক পুল ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। আকাশের অবস্থা একটু ভালো হওয়ায়, আমরা চেষ্টা করছি দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে।’
পবিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের ২৪টি ইউনিয়নের ২৩টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করে মিঠামইন জোনাল অফিস। তিন উপজেলায় প্রায় ৭৪ হাজার গ্রাহকের, অষ্টগ্রামে প্রায় ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনা উপজেলার আংশিক জায়গায় ২০ হাজার গ্রাহক রয়েছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা এবং আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত দুটি মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে। আজ মঙ্গলবার নির্ধারিত তারিখে সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার ৩০ এপ্রিল নতুন
১৩ মিনিট আগেচট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখল ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় স্থানীয় জাফর ও কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ
১ ঘণ্টা আগেখুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেকুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
১ ঘণ্টা আগে