Ajker Patrika

গৃহবধূকে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৪: ২৫
গৃহবধূকে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূ জেসমিন আক্তারের (২২) হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ রোববার সকালে কালুখালীর চাঁদপুর বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে নিহত জেসমিনের পিতা আবু বক্কার বিশ্বাস, রোকন শেখ, সাঈদ, মোশারফ হোসেন, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিয়ের পর থেকে জেসমিনের স্বামী সেতু যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করত। গত মাসেও সেতুকে ১ লাখ টাকা দেওয়া হয়। তাতে সেতু ও তাঁর পরিবারের মন ভরেনি। এ জন্য সেতু ও তাঁর বোন আকলিমা মিলে জেসমিনকে পিটিয়ে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই।’ 

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ‘এ ব্যাপারে গৃহবধূ জেসমিন আক্তারের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ভিত্তিতে জেসমিনের স্বামী সেতুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা তদন্তের পর বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। 

উল্লেখ্য, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের জেসমিন আক্তারকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ ওঠে। এ অভিযোগ আসে তাঁর স্বামী একই ইউনিয়নের মহিমশাহী চাঁদপুর গ্রামের ফজলু শেখের ছেলে সেতু শেখের বিরুদ্ধে। এ ব্যাপারে নিহত জেসমিন আক্তারের পরিবারের পক্ষ থেকে গত ৭ এপ্রিল কালুখালী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত সেতুকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত