বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে, শিক্ষার্থী নিহত

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
Thumbnail image

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক। 

গতকাল রোববার রাত ৮টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের ইলিশকোল রেজাউল চেয়ারম্যানের ইটের ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাহাত মোল্লা (২০) বালিয়াকান্দির সাত্তার মোল্লার ছেলে। তিনি ফরিদপুর সরকারি টেকনিক্যাল কলেজ থেকে চলতি বছরে ডিপ্লোমা শেষ করেছিল। দুর্ঘটনায় আহত তরুণের নাম জিসান মোল্লা। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি রয়েছেন। 

নিহতের পরিবার জানায়, রাহাত বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে উপজেলার বহরপুর আবাসনে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। মোটরসাইকেলটি নিহত রাহাতের হলেও চালক ছিলেন জিসান মোল্লা। রাহাত মোল্লা পেছনে বসে ছিল। স্থানীয়রা রাহাত মোল্লাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে চালক জিসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর খবর জেনেছি। তবে আমাদের কার্যক্রম এখনো পুরোপুরি চালু না হওয়ায় ঘটনাস্থলে যাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত