Ajker Patrika

কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভে গুলিবিদ্ধ হাজতি ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভে গুলিবিদ্ধ হাজতি ঢামেকে মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বিক্ষোভে গুলিবিদ্ধ এক হাজতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যায় তিনি। 

নিহত হাজতির নাম জাবেদ (২৩)। চুরি ছিনতাইয়ের মামলায় এক মাস ধরে কারাগারে ছিলেন তিনি। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তাঁর মাথায় গুলিবিদ্ধ হয়েছিল। 

হাসপাতালে জাবেদের বড় ভাই মো. মাইনুদ্দিন জানান, গত ৬ আগস্ট কারাগারের ভেতরে আসামিরা বিক্ষোভ করেছিল। তখন জাবেদ গুলিবিদ্ধ হয়। সেদিনই রক্তাক্ত অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

তিনি আরও জানান, তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার খাড়কি গ্রামে। বর্তমানে মোহাম্মদপুর নবীনগর হাউসিং ১৩ নম্বর রোডে থাকত এবং চন্দ্রীমা উদ্যানে নিরাপত্তারক্ষীর কাজ করত। চুরি ছিনতাই মামলায় এক মাস আগে কারাগারে যায় সে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত