Ajker Patrika

পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেলের ঢল

মুন্সিগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৩: ৪০
পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারি। ছবি: আজকের পত্রিকা
পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারি। ছবি: আজকের পত্রিকা

পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় আজ শুক্রবার ভোর থেকেই ঘরমুখো মোটরসাইকেল যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী থেকে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এ ছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের চাপও বেড়েছে।

পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারি। ছবি: আজকের পত্রিকা
পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারি। ছবি: আজকের পত্রিকা

স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে ছুটছেন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও আধুনিক এই এক্সপ্রেসওয়েতে কোথাও কোনো যানজট বা বিড়ম্বনা নেই বলে জানিয়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলা প্লাজায় দক্ষিণবঙ্গের অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত টোল দিয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিতে দেখা যায়।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বিন বলেন, এবারের ঈদযাত্রা এক্সপ্রেসওয়েতে একেবারেই নির্বিঘ্ন। এ ছাড়া পদ্মা সেতু টোল প্লাজায় দ্রুত টোল আদায়ের জন্য সাতটি বুথ সচল রাখা হয়েছে। তাই কারও কোনো ভোগান্তি নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত