মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে দুই বাসের সংঘর্ষে চালকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় ব্রিজ এলাকায় ঢাকাগামী সোনালী পরিবহনের একটি বাস ও অপর দিক থেকে আসা বরিশালগামী বলাকা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসের চালকসহ প্রায় ১৫ জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। পুলিশ এসে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাদারীপুরের রাজৈরে দুই বাসের সংঘর্ষে চালকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় ব্রিজ এলাকায় ঢাকাগামী সোনালী পরিবহনের একটি বাস ও অপর দিক থেকে আসা বরিশালগামী বলাকা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসের চালকসহ প্রায় ১৫ জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। পুলিশ এসে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় রাজধানীর মিরপুর থানায় করা দুই মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
১৪ মিনিট আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ধর্ষণ ও নিপীড়নবিরোধী গণপদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ ও নিপীড়নের বিপক্ষে এ আন্দোলন
১৭ মিনিট আগেঢাকায় এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ২৪৮ জন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগেঢাকার সাভারে রহিম আফরোজের ব্যাটারি কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রের সিলিন্ডার (ফায়ার ইস্টিংগুইশার) বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত রহিম আফরোজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে