Ajker Patrika

পদ্মা সেতু পাড়ি দিতে সড়কজুড়ে যানজট

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ১৫: ৩০
পদ্মা সেতু পাড়ি দিতে সড়কজুড়ে যানজট

আজ রোববার সকাল থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে পদ্মা সেতু। ইতিহাসের সাক্ষী হতে প্রথম দিন সেতু পাড়ি দিতে শরীয়তপুরের বিভিন্ন সড়কজুড়ে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে। শরীয়তপুর থেকে টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার সড়কে যানবাহন চলছে ধীরগতিতে। মাত্র ৩৫ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে যাত্রীদের।

আজ শরীয়তপুর থেকে টোলপ্লাজা পর্যন্ত সড়ক ঘুরে দেখা যায়, শরীয়তপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়েছে যানবাহনের চাপ। শত শত যানবাহন আটকা পড়েছে সড়কজুড়ে। বাসস্ট্যান্ড থেকে প্রেমতলা পর্যন্ত তিন কিলোমিটার সড়কে যানবাহন চলছে ধীরগতিতে। প্রেমতলা থেকে জাজিরা পর্যন্ত সড়ক কিছুটা স্বাভাবিক থাকলেও জাজিরা টিঅ্যান্ডটি মোড়ে ছিল তীব্র যানজট। সকাল ১০টার দিকে কাজীরহাট মোড় ছিল যানবানে পরিপূর্ণ। এই মোড় থেকে প্রায় ৫ কিলোমিটার সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে দেখা গেছে সব ধরনের যানবাহন। এ সময় এই সড়কে আটকা পড়ে বেশ কিছু রোগীবাহী অ্যাম্বুলেন্স। তীব্র গরমে সড়কে আটকে থেকে দুর্ভোগ বেড়েছে যাত্রী ও চালকদের। প্রতিটি যানবাহনকেই শরীয়তপুর থেকে টোলপ্লাজা পর্যন্ত পৌঁছাতে তিন ঘণ্টারও বেশি সময় ব্যয় করতে হয়।

শরীয়তপুর থেকে টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার সড়কে যানবাহন চলছে ধীর গতিতেজাজিরা টিঅ্যান্ডটি মোড়ে আটকে পড়া মোজাফফর হোসেন বলেন, ‘পদ্মা সেতু দেখতে মোটরসাইকেল নিয়ে বের হয়েছি। ভেবেছিলাম দেড় ঘণ্টার মধ্যে সেতু দেখে শরীয়তপুর শহরে ফিরে আসতে পারব। কিন্তু বাসস্ট্যান্ড ও এখানে মিলে দুই ঘণ্টারও বেশি সময় আটকে রয়েছি। যত কষ্টই হোক না কেন, সেতু না পার হয়ে বাড়ি ফিরব না।

মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে রাকিবের পা ভেঙে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় যাচ্ছিলেন বাবা আলী আজম সরদার। ৯টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত কাজীরহাট মোড়ে আটকে রয়েছে রাকিবকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। রাকিবের বাবা আলী আজম বলেন, ‘দ্রুত ছেলেকে নিয়ে ঢাকায় যাওয়া প্রয়োজন। বাড়ি থেকে এসেছি দুই ঘণ্টা হতে চলল। এখনো কাজীরহাট পার হতে পারিনি। জানি না কখন পৌঁছাতে পারব। রাস্তা চওড়া না করা হলে আমরা পদ্মা সেতুর সুবিধা পাব না। সড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে।’

শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে যানবাহনের চাপশরীয়তপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর আরিফ হোসেন বলেন, পদ্মা সেতু চালুর খবরে সড়কে উৎসুক মানুষের ভিড় বেড়েছে। এখানে থাকা সড়কগুলো সরু হওয়ায় সড়কে যানজট তৈরি হয়েছে। ভবিষ্যতে সব ধরনের যানবাহনকে পদ্মা সেতুতে উঠতে কাজীরহাট-নাওডোবা সড়ক এবং সেতু থেকে নেমে শরীয়তপুরমুখী যানবাহনকে গনির মোড় সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। আশা করি তাতে সড়কে যানবাহনের চাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত