জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) সাধারণ সম্পাদক হয়েছেন আহনাফ তাহমিদ ফাইয়াজ। তিনি আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়াও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শেখ শাহরিয়ার হোসেন। তিনি ঢাকা টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।
গতকাল বৃহস্পতিবার রাতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে আহনাফ তাহমিদ ফাইয়াজ সাধারণ সম্পাদক এবং শেখ শাহরিয়ার হোসেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
এর আগে সংগঠনটির তৎকালীন সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী একাধিক অভিযোগ ওঠে। এরপর গত ৬ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা হয়। অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় এর দায়ে তৎকালীন সাধারণ সম্পাদকের প্রতি সভায় উপস্থিত ৬ জন কার্যনির্বাহী সদস্য অনাস্থা প্রদান করেন। বাকি দুজন কার্যনির্বাহী সদস্য উপস্থিত না থাকলেও তাঁরা অভিযোগগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকায় পরবর্তীতে এসে অনাস্থা কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।
কার্যনির্বাহী পরিষদ অনাস্থা প্রদান করলে মেহেরাবুল ইসলাম সৌদিপ পদত্যাগের আবেদন করেন। পরবর্তীতে ২২ আগস্ট অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে মেহেরাবুল ইসলাম সৌদিপকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখার জন্য সাধারণ সম্পাদকের শূন্য পদে সংগঠনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং কার্যনির্বাহী সদস্য-১ শেখ শাহরিয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ বলেন, ‘দেশের একটি প্রতিকূল সময়ে সংগঠনের সদস্যবৃন্দ আমাকে সাধারণ সম্পাদকের পবিত্র দায়িত্ব দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, সংগ্রাম, অধিকারের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব অতীতে যেভাবে কাজ করে এসেছে, ভবিষ্যতে তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য কাজ করবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে যেমন আপোষহীনতার পরিচয় আমরা দিয়ে এসেছি সেই ধারা অব্যাহত থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য জবি সংস্কার আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কাজ করে মুখ্য ভূমিকা রাখতে চাই।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) সাধারণ সম্পাদক হয়েছেন আহনাফ তাহমিদ ফাইয়াজ। তিনি আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়াও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শেখ শাহরিয়ার হোসেন। তিনি ঢাকা টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।
গতকাল বৃহস্পতিবার রাতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে আহনাফ তাহমিদ ফাইয়াজ সাধারণ সম্পাদক এবং শেখ শাহরিয়ার হোসেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
এর আগে সংগঠনটির তৎকালীন সাধারণ সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী একাধিক অভিযোগ ওঠে। এরপর গত ৬ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা হয়। অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় এর দায়ে তৎকালীন সাধারণ সম্পাদকের প্রতি সভায় উপস্থিত ৬ জন কার্যনির্বাহী সদস্য অনাস্থা প্রদান করেন। বাকি দুজন কার্যনির্বাহী সদস্য উপস্থিত না থাকলেও তাঁরা অভিযোগগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকায় পরবর্তীতে এসে অনাস্থা কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।
কার্যনির্বাহী পরিষদ অনাস্থা প্রদান করলে মেহেরাবুল ইসলাম সৌদিপ পদত্যাগের আবেদন করেন। পরবর্তীতে ২২ আগস্ট অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে মেহেরাবুল ইসলাম সৌদিপকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখার জন্য সাধারণ সম্পাদকের শূন্য পদে সংগঠনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং কার্যনির্বাহী সদস্য-১ শেখ শাহরিয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ বলেন, ‘দেশের একটি প্রতিকূল সময়ে সংগঠনের সদস্যবৃন্দ আমাকে সাধারণ সম্পাদকের পবিত্র দায়িত্ব দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, সংগ্রাম, অধিকারের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব অতীতে যেভাবে কাজ করে এসেছে, ভবিষ্যতে তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য কাজ করবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে যেমন আপোষহীনতার পরিচয় আমরা দিয়ে এসেছি সেই ধারা অব্যাহত থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য জবি সংস্কার আন্দোলনে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কাজ করে মুখ্য ভূমিকা রাখতে চাই।’
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো
৭ মিনিট আগেটাঙ্গাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৫ দিনের রিমান্ড শেষে আজ রোবাবর তাঁকে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
১৪ মিনিট আগেঅপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার-১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলম জামিন দেন।
২২ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে