Ajker Patrika

উত্তরার বিডিআর কাঁচাবাজার দখল করে অবৈধ পশুর হাট

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা) 
উত্তরার বিডিআর কাঁচাবাজার দখল করে অবৈধ পশুর হাট

রাজধানীর উত্তরার বিডিআর কাঁচাবাজারে অবৈধভাবে গরু–ছাগলের হাট বসানো হয়েছে। আবার রসিদ ছাড়া আদায় করা হচ্ছে হাসিলও। খোঁজ নিয়ে জানা যায়, বাজারটিতে গরু-ছাগলের হাট বসানোর প্রতিবাদ ও অবৈধ দখলদারমুক্ত করার জন্য সহায়তার আবেদন জানিয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বরাবর একটি লিখিত আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

ওই আবেদন থেকে জানা যায়, উত্তরা ৬ নম্বর সেক্টরের বিডিআর কাঁচা বাজারটিতে বহিরাগত সন্ত্রাসী মোশারফ সরকার ওরফে অটো মোশা ও রাজন মিলে হঠাৎ করে গাড়ি পার্কিংয়ের খালি জায়গা দখলের পাঁয়তারা করছেন। সেই সঙ্গে ঈদুল আজহা উপলক্ষে পার্কিংয়ের জায়গা দখল করে অবৈধভাবে গরু–ছাগলের হাট বসিয়েছেন। এ ছাড়া সন্ত্রাসী বাহিনীর চক্রটি বাজার থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। 

খোঁজখবর নিয়ে জানা যায়, মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যার কিছুক্ষণ আগে পুলিশ গিয়ে বাজারটির গরু–ছাগল বের করে দেয়। সঙ্গে হাটের ত্রিপল খুলে ফেলা হয়। পুলিশ চলে যাওয়ার পর আবার ছাগল ভেতরে ঢুকানো হয়। 

রাজধানীর উত্তরার বিডিআর কাঁচাবাজারে অবৈধভাবে বসানো হয়েছে কোরবানির পশুর হাট। ছবি: আজকের পত্রিকাসরেজমিনে মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় ওই বাজারটিতে গিয়ে দেখা যায়, বাজারটির পার্কিংয়ে জায়গায় রাখা হয়েছে ছাগল। আর সেখানে অবস্থানরত উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সবুর মোবাইল ফোনে হাটের ছবি তুলছেন। তখন এসআই সবুর আজকের পত্রিকাকে বলেন, ‘হাট প্রসঙ্গে আমি কিছু বলতে পারব না। যা বলার কর্তৃপক্ষ বলবে।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলের গরু–ছাগলের পাইকারদের সঙ্গে কন্টাক্ট করে অবৈধভাবে বিডিআর কাঁচাবাজারে হাট বসানো হয়েছে। হাটকে কেন্দ্র করে গরু ছাগলের পাইকারদের কাছ থেকে গরু প্রতি ৩ হাজার টাকা ও খাসি প্রতি ২০০ টাকা হাসিল নেওয়া হচ্ছে। যদিও এর কোনো রসিদ দিচ্ছে না।’ 

আরেক ব্যবসায়ী বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অনুমোদন ছাড়াই বসানো হয়েছে হাটটি। পার্কিংয়ের জায়গা দখল করে হাটটি বসানোর কারণে ক্রেতারা বাজারে প্রবেশ করতে পারছে না। সেই সঙ্গে গরু–ছাগলের মলমূত্রের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে এবং চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে।’ 

বাজারটিতে নওগাঁ থেকে ছাগল বিক্রি করতে আসা মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে আমরা দুই তিন ধরে ব্যবসা করছি।’ আওলাদ নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘আমি বিডিআর কাঁচাবাজারের মাংসের দোকানদার। এখানে ছাগল বিক্রি করছি।’ 

উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে আগত ও বাজারের সামনে পার্কিং করা প্রাইভেটকার চালক হাদি উদ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারের কার পার্কিংয়ের জায়গা দখল করে গরু-ছাগলের হাট বসানো হয়েছে। যার কারণে গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। তাই বাইরে গাড়ি পার্কিং করতে হয়েছে।’ 

রাজধানীর উত্তরার বিডিআর কাঁচাবাজারে অবৈধভাবে বসানো হয়েছে কোরবানির পশুর হাট। ছবি: আজকের পত্রিকাতুরাগের বাউনিয়া থেকে বাজার করতে আসা সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারের মধ্যে একদিকে কাদা, অন্যদিকে হাট। যার কারণে গাড়ি পার্কিং করতে সমস্যা হচ্ছে।’ 

হাট প্রসঙ্গে জানতে আজমপুর উত্তরা ৬ নং সেক্টর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতা–বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সেই সঙ্গে সমিতির সভাপতি রিফাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঙ্গে সেলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে এসএমএস পাঠিয়েও সাড়া মেলেনি। 

চাঁদাবাজি ও গরুর-ছাগলের হাট বসানোর অভিযোগ প্রসঙ্গে মোশারফ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘তুমি একটু এসে দেখে যাও, তাহলেই তো হয়। তাহলেই তো জবাব পেয়ে যাইবা, আমারে তো জিজ্ঞাসা করা লাগে না।’ 

সরেজমিনে দেখা হয়েছে জানালে মোশারফ বলেন, ‘দুলাল ও শাহ আলমসহ যারা দুই তিনজন করত, শুধু মাত্র ওদেরটাই আছে।’ 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডিএমপির এয়ারপোর্ট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) আসমা আক্তার সোনিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসি সাহেবের নির্দেশ মতো কাজ করছি। অনুমোদনবিহীন কোথাও যেন গরু ছাগলের হাট বসতে না পারে। চোখের ফাঁকে ফাঁকি দিয়ে কেউ বসছে কি না, তা দেখব এবং আইনগত ব্যবস্থাও নিব।’ 

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা আজকে পত্রিকাকে বলেন, ‘অনুমোদন ছাড়া কোথাও গরু–ছাগলের হাট বসানোর সুযোগ নেই। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলে দিচ্ছি ব্যবস্থা গ্রহণের জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত