ঢামেক প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের হামলায় আহত মইনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের ছেলে কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকায় বাবার ওপর হামলা করা হয় বলে অভিযোগ স্বজনদের।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৯ আগস্ট শুক্রবার রাত ১০টার দিকে দৌলতপুর বালিরদিয়ার গ্রামে তাঁকে কুপিয়ে আহত হয়।
নিহত মইনুর রহমানের ছেলে তামিম আহমেদ আজকের পত্রিকাকে জানান, তাদের বাড়ি দৌলতপুরে। তিনি নিজে কুষ্টিয়া সরকারি কলেজে ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। কোটা সংস্কার আন্দোলনে তিনি প্রথম থেকেই অংশ নিচ্ছিলেন। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর তামিম কুষ্টিয়া কলেজ থেকে বাড়িতে যান। বাড়িতে গিয়েও দৌলতপুরে ৫ আগস্ট শান্তি মিছিল করেন। এসব দেখে তাঁদের গ্রামের আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী তাঁদের বাড়িতে গিয়ে তাঁর বাবাকে হুমকি-ধমকি দিয়ে আসে।
তিনি আরও জানান, হুমকিতে ভয় পেয়ে ঘটনার দিন মইনুর রহমান তামিমকে বাড়ি থেকে নিরাপদ স্থানে চলে যেতে বলেন। সেই কথামতো তিনি বাড়ি থেকে অন্যত্র চলে যান।
তামিম বলেন, তাঁর বাবা ইজিবাইকে করে বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডার সরবরাহ করতেন। ৯ আগস্ট রাতে মোটরসাইকেল নিয়ে টাকা কালেকশনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় নিজ গ্রামে তাঁর পথ রোধ করে দুর্বৃত্তরা। সেখানেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে ককটেল বিস্ফোরণ করে এবং ফাঁকা গুলি করে তারা পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ওই দিনই সদর হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে নিয়ে আসা হয় ঢাকায় পঙ্গু হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ডান হাতটি পুরোপুরি কেটে ফেলে দেওয়া হয়। অবস্থার অবনতি দেখে ১৫ আগস্ট তাঁকে ঢাকা মেডিকেলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মারা যান।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের হামলায় আহত মইনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের ছেলে কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকায় বাবার ওপর হামলা করা হয় বলে অভিযোগ স্বজনদের।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ৯ আগস্ট শুক্রবার রাত ১০টার দিকে দৌলতপুর বালিরদিয়ার গ্রামে তাঁকে কুপিয়ে আহত হয়।
নিহত মইনুর রহমানের ছেলে তামিম আহমেদ আজকের পত্রিকাকে জানান, তাদের বাড়ি দৌলতপুরে। তিনি নিজে কুষ্টিয়া সরকারি কলেজে ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। কোটা সংস্কার আন্দোলনে তিনি প্রথম থেকেই অংশ নিচ্ছিলেন। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর তামিম কুষ্টিয়া কলেজ থেকে বাড়িতে যান। বাড়িতে গিয়েও দৌলতপুরে ৫ আগস্ট শান্তি মিছিল করেন। এসব দেখে তাঁদের গ্রামের আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী তাঁদের বাড়িতে গিয়ে তাঁর বাবাকে হুমকি-ধমকি দিয়ে আসে।
তিনি আরও জানান, হুমকিতে ভয় পেয়ে ঘটনার দিন মইনুর রহমান তামিমকে বাড়ি থেকে নিরাপদ স্থানে চলে যেতে বলেন। সেই কথামতো তিনি বাড়ি থেকে অন্যত্র চলে যান।
তামিম বলেন, তাঁর বাবা ইজিবাইকে করে বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডার সরবরাহ করতেন। ৯ আগস্ট রাতে মোটরসাইকেল নিয়ে টাকা কালেকশনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় নিজ গ্রামে তাঁর পথ রোধ করে দুর্বৃত্তরা। সেখানেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে ককটেল বিস্ফোরণ করে এবং ফাঁকা গুলি করে তারা পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ওই দিনই সদর হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে নিয়ে আসা হয় ঢাকায় পঙ্গু হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ডান হাতটি পুরোপুরি কেটে ফেলে দেওয়া হয়। অবস্থার অবনতি দেখে ১৫ আগস্ট তাঁকে ঢাকা মেডিকেলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মারা যান।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
৩০ মিনিট আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১ ঘণ্টা আগে