শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর কদমতলীতে ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। আজ শনিবার বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
গৃহবধূর স্বজনদের দাবি, তাঁর স্বামী তাকে হত্যা করে পালিয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে জুরাইন উত্তর মুরাদপুর লালমিয়া সর্দার রোডের ৩৫৮/১ নম্বর ভবনের পাঁচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গৃহবধূর নাম—রুবিনা রিমি (২২)। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চাটিতলা গ্রামে।
নিহতের স্বজনেরা বলছেন, রুবিনার স্বামী স্বপন আগে আরেকটি বিয়ে করেছেন। সেই বিয়ের কথা গোপন রেখে রুবিনাকে বিয়ে করেন তিনি। এ নিয়ে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার মধ্যরাতে তারা জানতে পারেন রুবিনা মারা গেছেন।
এ বিষয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাত আরা আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে গত রাত ৩টার দিকে ওই বাসায় যাই। সেখানে বাসার ফ্লোর থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। আজ (শনিবার) বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি ওই গৃহবধূ ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর স্বামী পূর্বে আরেকটি বিয়ে করেছিলেন সে তথ্য তিনি গোপন করেছিলেন। এ নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
রাজধানীর কদমতলীতে ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। আজ শনিবার বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
গৃহবধূর স্বজনদের দাবি, তাঁর স্বামী তাকে হত্যা করে পালিয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে জুরাইন উত্তর মুরাদপুর লালমিয়া সর্দার রোডের ৩৫৮/১ নম্বর ভবনের পাঁচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গৃহবধূর নাম—রুবিনা রিমি (২২)। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চাটিতলা গ্রামে।
নিহতের স্বজনেরা বলছেন, রুবিনার স্বামী স্বপন আগে আরেকটি বিয়ে করেছেন। সেই বিয়ের কথা গোপন রেখে রুবিনাকে বিয়ে করেন তিনি। এ নিয়ে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার মধ্যরাতে তারা জানতে পারেন রুবিনা মারা গেছেন।
এ বিষয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাত আরা আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে গত রাত ৩টার দিকে ওই বাসায় যাই। সেখানে বাসার ফ্লোর থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। আজ (শনিবার) বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি ওই গৃহবধূ ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর স্বামী পূর্বে আরেকটি বিয়ে করেছিলেন সে তথ্য তিনি গোপন করেছিলেন। এ নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে রূপসী চাকমা নামে এক গৃহবধূ নিহতের খবর পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার দুর্গম মাচ্ছাছড়া এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে গোলাগুলির সময় ওই গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
২ মিনিট আগেসম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক
৬ মিনিট আগেমোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
৩ ঘণ্টা আগে