Ajker Patrika

ঘরের মেঝেতে পড়ে ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ, পলাতক স্বামী

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
ঘরের মেঝেতে পড়ে ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ, পলাতক স্বামী

রাজধানীর কদমতলীতে ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। আজ শনিবার বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 

গৃহবধূর স্বজনদের দাবি, তাঁর স্বামী তাকে হত্যা করে পালিয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে জুরাইন উত্তর মুরাদপুর লালমিয়া সর্দার রোডের ৩৫৮/১ নম্বর ভবনের পাঁচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গৃহবধূর নাম—রুবিনা রিমি (২২)। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চাটিতলা গ্রামে। 

নিহতের স্বজনেরা বলছেন, রুবিনার স্বামী স্বপন আগে আরেকটি বিয়ে করেছেন। সেই বিয়ের কথা গোপন রেখে রুবিনাকে বিয়ে করেন তিনি। এ নিয়ে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার মধ্যরাতে তারা জানতে পারেন রুবিনা মারা গেছেন। 

এ বিষয়ে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাত আরা আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে গত রাত ৩টার দিকে ওই বাসায় যাই। সেখানে বাসার ফ্লোর থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। আজ (শনিবার) বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি ওই গৃহবধূ ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর স্বামী পূর্বে আরেকটি বিয়ে করেছিলেন সে তথ্য তিনি গোপন করেছিলেন। এ নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত