Ajker Patrika

ছায়ানটে শাস্ত্রীয় সুরে শীতের সন্ধ্যা

অনলাইন ডেস্ক
ছায়ানটে মিলনায়তনে শাস্ত্রীয় সংগীত আসরের শিল্পীরা। ছবি: আজকের পত্রিকা
ছায়ানটে মিলনায়তনে শাস্ত্রীয় সংগীত আসরের শিল্পীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে শুরু হলো শাস্ত্রীয় সংগীত আসর। দুই দিনব্যাপী এই উৎসবে অংশগ্রহণ করছেন ছায়ানটের শিক্ষার্থী ও অতিথি শিল্পীরা। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় সংগীত গেয়ে উদ্বোধন হলো এই আয়োজনের।

উদ্বোধনী আয়োজনে ছায়ানটের সহসভাপতি শিল্পী খায়রুল আনাম শাকিল বলেন, ‘একক ও সম্মেলক মিলিয়ে আমরা দুই শ ছেলেমেয়ের গান শুনতে পাব। এটা একটা বড় ব্যাপার। ছায়ানটের চেষ্টা থাকবে এই অনুষ্ঠান প্রতিবছরই আরও ভালো করে যাওয়ার।’

আয়োজনটি পণ্ডিত নারায়ণ চন্দ্র বসাককে উৎসর্গ করা হয়েছে জানিয়ে খায়রুল আনাম শাকিল বলেন, ‘শাস্ত্রীয় সংগীত শেখা অত্যন্ত জরুরি। জরুরি বলেই বাংলা গানের পাশাপাশি আমরা আরেকটি বিভাগ খুলেছি, যাতে আরও নিবিড়ভাবে আগ্রহী ছেলেমেয়েরা শাস্ত্রীয় গান শিখতে পারে। আমার বিশ্বাস, আজ থেকে ১৫-১৬ বছর পর এই ছেলেমেয়েরা ভালো শিল্পী হয়ে উঠবে।’

শুদ্ধসংগীত উৎসব ১৪৩১ শিরোনামের এই আয়োজনের প্রথম দিন আজ গান শুরু হয় ছায়ানটের বৃন্দ পরিবেশনা রাগ অষ্টকল্যাণ গাওয়ার মধ্যমে। এটি রচনা ও গ্রন্থনা করেছেন ড. রেজোয়ান আলী এবং পরিচালনায় আফরোজা রুপা। পরিবেশনে তবলায় ছিলেন পৌষরাম সরকার ও সুপার্শ্ব মজুমদার।

এরপর পুরিয়া ধানেশ্রী রাগে কণ্ঠসংগীত পরিবেশন করেন মিরাজুল জান্নাত সোনিয়া। তাঁর সঙ্গে তবলায় সংগত করেন প্রশান্ত ভৌমিক, হারমোনিয়ামে টিংকু শীল এবং তানপুরায় ছিলেন অনিয়া পাল ও তানজিলুর রহমান সৌমিক। কুমার প্রতিবিম্ব তবলাবাদনে মোহিত করেন দর্শকদের। তবলার মুহুর্মুহু বোলে হাততালি পড়ে দর্শকের ভেতরে। তাঁর সঙ্গে সারেঙ্গীতে ছিলেন শৌণক দেবনাথ।

যন্ত্রসংগীতের পর আবার কণ্ঠসংগীত শুরু হয়। রাগ মারবা শোনান সুপ্রিয়া দাশ। তবলায় ছিলেন সুপান্থ মজুমদার, হারমোনিয়ামে ধ্রুব সরকার এবং তানপুরায় অনিয়া পাল। অনিল কুমার সাহা শোনান রাগ পুরিয়াকল্যাণ। তবলায় ছিলেন গৌতম সরকার, হারমোনিয়ামে তাসাউফ ইসলাম এবং তানপুরায় সান্তনু তালুকদার।

আবার যন্ত্রসংগীতের পালা আসে। বাঁশির সুর তোলেন মর্তুজা কবীর মুরাদ। তাঁর বাঁশি রাগ দুর্গা তুলে ধরে।

প্রথম দিনের শেষ শিল্পী ছিলেন অসিত রায়। রাগ বাগেশ্রী শোনান তিনি। তাঁর সঙ্গে পাখোয়াজে আলমগীর পারভেজ সুমন, তানপুরায় ছিলেন তন্ময় কুমার পাল এবং তাপসী রায়।

আগামীকাল শুক্রবার সকাল ও সন্ধ্যা দুটি অধিবেশনে থাকছে সংগীত। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাতব্যাপী চলবে শুদ্ধসংগীতের এই উৎসব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত