নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পর এবার মাদক আইনের মামলায়ও জামিন পেলেন নাসির ইউ আহমেদ। ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় উত্তরার বাসায় অভিযান করে তাঁকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদকে বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম জামিন দেন।
আজ মঙ্গলবার পরীমণির দায়ের করা ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমিকে জামিন দেয় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। নাসিরের আইনজীবী আবদুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, নাসিরের মুক্তিতে এখন আর কোনো বাধা নেই। দুই মামলাতেই তিনি জামিন পেয়েছেন।
মাদক মামলায় নাসির উদ্দিন ও অমি ছাড়াও তাদের সঙ্গে থাকা তিন নারীও আসামি ছিলেন। বুধবার লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধাও জামিন পেয়েছেন।
গত ১৪ জুন দুপুরে নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।
গ্রেপ্তারের পর ঘটনাস্থল থেকে চার বোতল বিদেশি মদ, বিয়ার ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।
গত ৮ জুন রাতে ঢাকার মিরপুর বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাবে অমির সঙ্গে যান পরীমণি। পরে ফেসবুক পোস্টে অভিযোগ করেন নাসির উদ্দিন, অমি ও অজ্ঞাতনামা চারজন ধর্ষণের চেষ্টা করেছেন তাঁকে। মারধর ও হত্যার চেষ্টাও চালানো হয়। এ ঘটনায় ১৪ জুন দুপুরে সাভার থানায় পরীমণি মামলা করেন।
ঢাকা: ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পর এবার মাদক আইনের মামলায়ও জামিন পেলেন নাসির ইউ আহমেদ। ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় উত্তরার বাসায় অভিযান করে তাঁকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদকে বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম জামিন দেন।
আজ মঙ্গলবার পরীমণির দায়ের করা ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমিকে জামিন দেয় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। নাসিরের আইনজীবী আবদুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, নাসিরের মুক্তিতে এখন আর কোনো বাধা নেই। দুই মামলাতেই তিনি জামিন পেয়েছেন।
মাদক মামলায় নাসির উদ্দিন ও অমি ছাড়াও তাদের সঙ্গে থাকা তিন নারীও আসামি ছিলেন। বুধবার লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধাও জামিন পেয়েছেন।
গত ১৪ জুন দুপুরে নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।
গ্রেপ্তারের পর ঘটনাস্থল থেকে চার বোতল বিদেশি মদ, বিয়ার ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।
গত ৮ জুন রাতে ঢাকার মিরপুর বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাবে অমির সঙ্গে যান পরীমণি। পরে ফেসবুক পোস্টে অভিযোগ করেন নাসির উদ্দিন, অমি ও অজ্ঞাতনামা চারজন ধর্ষণের চেষ্টা করেছেন তাঁকে। মারধর ও হত্যার চেষ্টাও চালানো হয়। এ ঘটনায় ১৪ জুন দুপুরে সাভার থানায় পরীমণি মামলা করেন।
পিরোজপুরে ধর্ষণ মামলায় শামীম মৃধা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এই রায় দেন।
৪২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতনী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।
১ ঘণ্টা আগেরাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী লতিফ কাজীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৫২ জনের মৃত্যু হলো।
১ ঘণ্টা আগে