নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শামীম বেপারী বলেন, এ ঘটনা তদন্তের জন্য আমাকে প্রধান করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে ফায়ার সার্ভিস এবং পুলিশের প্রতিনিধিরাও রয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, কমিটির সবাইকে পরবর্তী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
শামীম বেপারী বলেন, ‘আমাকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশের প্রতিনিধিরাও কমিটিতে রয়েছেন। পরবর্তী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন শতাধিক। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ৫০ জন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শামীম বেপারী বলেন, এ ঘটনা তদন্তের জন্য আমাকে প্রধান করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে ফায়ার সার্ভিস এবং পুলিশের প্রতিনিধিরাও রয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, কমিটির সবাইকে পরবর্তী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
শামীম বেপারী বলেন, ‘আমাকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশের প্রতিনিধিরাও কমিটিতে রয়েছেন। পরবর্তী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪২ মিনিটে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন শতাধিক। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ৫০ জন।
বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, ২০২২ সালের ডিসেম্বরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ১৫০ মেগাওয়াটের কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। পুনরায় ২০২৩ সালের মার্চে যান্ত্রিক ত্রুটির কারণে বুস্টার যন্ত্রটিও বন্ধ হয়। দুই দফা মেরামত ও দেড় বছর বন্ধ থাকার পর গত মে মাসে ফের উৎপাদনে আসে ১০০ মেগাওয়াটের গ্য
১৬ মিনিট আগেনাটোরের বনপাড়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। আজ মঙ্গলবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেপিরোজপুরে ধর্ষণ মামলায় শামীম মৃধা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আসাদুল্লাহ আসামির উপস্থিতিতে এই রায় দেন।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতনী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।
১ ঘণ্টা আগে